মাজদিয়ায় লুঠ, অধরা দুষ্কৃতীরা

বাড়িতে ঢুকে নগদ টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে কৃষ্ণগঞ্জের মাজদিয়ার নঘাটা গ্রামের ঘটনা। বাড়ির মালিক সনাতন বিশ্বাসকেও মারধরও করে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০০:২৫
Share:

বাড়িতে ঢুকে নগদ টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে কৃষ্ণগঞ্জের মাজদিয়ার নঘাটা গ্রামের ঘটনা। বাড়ির মালিক সনাতন বিশ্বাসকেও মারধরও করে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে ওই ঘটনায় শনিবার রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে ১২টা নাগাদ কয়েক জন সশস্ত্র দুষ্কৃতী তালা কেটে ঘরে ঢোকে। ঘরের মধ্যে একটা জায়গায় সনাতনবাবুকে তারা আটকে রাখে। চাবি নিয়ে আলমারি খুলে নগদ টাকা, সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। তারপরেই সনাতনবাবুদের চিৎকারে ছুটে আসেন পড়শিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement