ছুটির দিনে অন্য রকমের রাখিবন্ধন দেখল জেলা

ওঁদেরও ‘নিষিদ্ধ’ নয় খুশি

কোথাও যৌনপল্লিতে গিয়ে পুরপ্রধানের উদ্যোগে রাখিবন্ধন। আবার, কোথাও বিধায়কের উদ্যোগে পদযাত্রা। পুরসভার উদ্যোগে নাগরিকদের নিয়ে রাখিবন্ধনের আয়োজন। রবিবার দিনভর এ ভাবেই গোটা শান্তিপুর জুড়ে রাখিবন্ধন পালিত হল। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিপুর শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ০৩:০০
Share:

ট্রাকচালকের হাতে বেঁধে দেওয়া হল রঙিন সুতো। নিজস্ব চিত্র

কোথাও যৌনপল্লিতে গিয়ে পুরপ্রধানের উদ্যোগে রাখিবন্ধন। আবার, কোথাও বিধায়কের উদ্যোগে পদযাত্রা। পুরসভার উদ্যোগে নাগরিকদের নিয়ে রাখিবন্ধনের আয়োজন। রবিবার দিনভর এ ভাবেই গোটা শান্তিপুর জুড়ে রাখিবন্ধন পালিত হল।

Advertisement

এ দিন সকাল সাড়ে এগারোটা নাগাদ শান্তিপুরের ১৩ নম্বর ওয়ার্ডের সি আর দাস রোডের যৌনপল্লিতে যান পুরপ্রধান এবং স্থানীয় কাউন্সিলার অজয় দে। তিনি বাসিন্দাদের হাত থেকে রাখি পড়েন। ছিলেন অন্যান্য কাউন্সিলারেরাও। সঙ্গে সঙ্গে চলে মিষ্টিমুখও। মুলত সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের পরিবেশ তৈরির উদ্দেশেই এই উদ্যোগ বলে জানান তিনি।

তিনি বলেন, “এখানকার বাসিন্দারা যাতে মনে না করেন, তাঁরা সমাজের চেয়ে কোনও আলাদা অংশ। এই মানুষগুলি যেন সমাজের মূলস্রোতের শরিক হয়েই যাবতীয় সামাজিক উৎসব, অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সেদিকে আমাদের নজর রাখতে হবে।’’ সুনাগরিক হিসাবে দায়িত্ব পালনের এই কথাটি সকলকে মনে করিয়ে দেওয়ার পাশাপাশি তিনি সম্প্রীতির পরিবেশ রক্ষার বিষয়টিতেও জোর দেন।

Advertisement

এদিনই শান্তিপুরে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য একটি পদযাত্রার আয়োজন করেন। রাখি উপলক্ষে ওই শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংস্কৃতিপ্রেমী সংস্থা অংশ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, ছৌ নাচ, মডেল, ট্যাবলোয় সাজানো ছিল শোভাযাত্রা। ওই শোভাযাত্রায় সম্প্রীতির পাশাপাশি সৌহার্দ্য এবং ঐক্যের বার্তা দেওয়া হল বলে জানিয়েছেন বিধায়ক। বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি বহু প্রতিবন্ধী মানুষও এদিন হাজির ছিলেন শোভাযাত্রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন