Bomb

স্কুলের ছাদে এবং বাগানে পড়ে সকেট বোমা, ঝাঁট দিতে এসে দেখলেন কর্মীরা! চাঞ্চল্য মুর্শিদাবাদে

স্থানীয় সূত্রে খবর, সকালে স্কুলের বাগান আর ছাদে সকেট বোমা পড়ে থাকতে দেখেন স্কুলের কর্মচারীরা। সঙ্গে সঙ্গেই তাঁরা মুর্শিদাবাদ থানায় খবর দেন। ঘটনাস্থলে এসেছে বম্ব স্কোয়াডও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১৩:৩৮
Share:

স্কুলের ভিতর সকেট বোমা। নিজস্ব ছবি।

স্কুলের ছাদে এবং বাগানে পড়ে রয়েছে সকেট বোমা। স্কুলের কর্মচারীরা ঝাঁট দেওয়ার সময় বোমাগুলি উদ্ধার করেন। শুক্রবার মুর্শিদাবাদের ডাঙাপাড়া অঞ্চলের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে এই বোমা উদ্ধার হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সকালে স্কুলের বাগান আর ছাদে অনেকগুলি বোমা পড়ে থাকতে দেখেন স্কুলের কর্মচারীরা। সঙ্গে সঙ্গেই তাঁরা মুর্শিদাবাদ থানায় খবর দেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এই বোমা রেখে গেলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ঘটনাস্থলে এসেছে বম্ব স্কোয়াডও। তারা বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন।

আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই তিন দিন ধরে স্কুলের ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান রয়েছে। তার আগে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল পরিচালন সমিতির সদস্য কুন্তল চৌধুরী বলেন, ‘‘স্কুলের বাগানে যাঁরা কাজ করছিলেন, তাঁরাই জানান যে, স্কুলে বোমা পাওয়া গিয়েছে। ছুটে এসে দুটো বোমা দেখি। তার পরেই পুলিশে খবর দেওয়া হয়।’’

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। কে বা কারা যুক্ত, খতিয়ে দেখা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement