ফের বাম-বদল!

যদিও তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে, জলঙ্গিতে না হলেও ১৯ তারিখ ব্রিগেডের মঞ্চে পাওয়া যাবে ওই বাম বিধায়ককে। রাজ্জাক অবশ্য এখনও জোর গলায় বলছেন, ‘‘দেখবেন, আমাকে নিয়ে সব গুঞ্জন মিথ্যে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ০০:১০
Share:

তৃণমূলের ব্রিগেড সভার আগে ফের জলঙ্গি আসছেন শুভেন্দু।

Advertisement

আর সে সভাকে ঘিরে ফের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, তা হলে কি এ বার সিপিএম বিধায়ক আব্দুর রাজ্জাক মোল্লা?

যদিও তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে, জলঙ্গিতে না হলেও ১৯ তারিখ ব্রিগেডের মঞ্চে পাওয়া যাবে ওই বাম বিধায়ককে। রাজ্জাক অবশ্য এখনও জোর গলায় বলছেন, ‘‘দেখবেন, আমাকে নিয়ে সব গুঞ্জন মিথ্যে।’’

Advertisement

রাজ্জাকের পড়শি বামেদের এক সময়ের সম্পদ মইনুল হাসান এখন তৃণমূলে। ফলে বাম বা সিপিএমের নেতারাও আর বুক ফুলিয়ে বলতে রাজি নন তৃণমূলে রাজ্জাক যাচ্ছেন না। বরং বাম নেতারা বলছেন, ‘‘যদি কেউ মনে করেন তৃণমূলের মরণ কালে সেখানে গিয়ে তাদের লাভ হবে তা হলে যাবেন!’’

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাম নেতার কথায়, ‘‘মইনুল তৃণমূলে যওয়ার পরে আর কাউকেই আমাদের বিশ্বাস হয় না। বরং নেতাদের থেকে আমাদের অনেক বিশ্বাস সাধারণ কর্মী সমর্থকদের উপরে। তৃণমূল ও পুলিশরে অত্যাচারের পরেও এখনও লাল ঝাণ্ডা নিয়ে পথে নামছেন তাঁরা।’’

বৃহস্পতিবার ১৭ জলঙ্গি মহাবিদ্যালয় মাঠে শুভেন্দু অধিকারীর ব্রিগেডের প্রস্তুতি সভা। আর তার আগেই সেই গুঞ্জন। জলঙ্গির প্রাক্তন বিধায়ক পোড় খাওয়া সিপিএম নেতা ইউনুস সরকার বলছেন, ‘‘আমরাও গুঞ্জন শুনছি। আমি নিজেও রাজ্জাক সাহেবকে বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলাম। উনি আমাদের বলেছেন গোটা বিষয়টি রটনা মাত্র।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement