স্থগিত টেন্ডার

দুষ্কৃতীদের দাপটে ফেরিঘাট ইজারা দেওয়ার টেন্ডার প্রক্রিয়ার কাজ আপাতত স্থগিত রাখল মুর্শিদাবাদ জেলা পরিষদ। ভাগীরথী ও ভৈরব নদীর উপরে জঙ্গিপুর ও ডোমকল মিলে দু’টি মহকুমায় মোট ৮টি ফেরিঘাটের জন্য দরপত্র জমা দেওয়া ও সেই দরপত্র অনুসারে সর্বোচ্চ খাজনাদাতাকে ফেরিঘাট ইজারা দেওয়ার দিন ধার্য ছিল মঙ্গলবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০০:২৫
Share:

দুষ্কৃতীদের দাপটে ফেরিঘাট ইজারা দেওয়ার টেন্ডার প্রক্রিয়ার কাজ আপাতত স্থগিত রাখল মুর্শিদাবাদ জেলা পরিষদ। ভাগীরথী ও ভৈরব নদীর উপরে জঙ্গিপুর ও ডোমকল মিলে দু’টি মহকুমায় মোট ৮টি ফেরিঘাটের জন্য দরপত্র জমা দেওয়া ও সেই দরপত্র অনুসারে সর্বোচ্চ খাজনাদাতাকে ফেরিঘাট ইজারা দেওয়ার দিন ধার্য ছিল মঙ্গলবার। জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার বলেন, ‘‘২৩ জন ইচ্ছুক ব্যক্তি লিখিত অভিযোগ করে জানিয়েছেন, বেশ কিছু সমাজবিরোধীর হুমকিতে তাঁরা এ দিন দরপত্র জমা দিতেই পারেননি। তাই টেন্ডার প্রক্রিয়ার কাজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement