ইমামদের সমাবেশে আশ্বাস শাসকের

বৃষ্টি বিঘ্নিত পরিবেশেও পুরোমাত্রায় প্রচার সারলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ডোমকল পুরভোটের প্রচারে আসেন শুভেন্দু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমকল শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০১:৪৪
Share:

বৃষ্টি বিঘ্নিত পরিবেশেও পুরোমাত্রায় প্রচার সারলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ডোমকল পুরভোটের প্রচারে আসেন শুভেন্দু।

Advertisement

ডোমকলের দখল নিতে শুভেন্দু এ দিন বার বার বার্তা দিলেন সংখ্যালঘুদের পাশে থাকার। দেবেন নাই বা কেন! ডোমকলের সংখ্যাগরিষ্ঠ ভোটারই যে সংখ্যালঘু সম্প্রদায়ের। এ দিন শুভেন্দু ডোমকলের ভেলুরচক প্রাথমিক বিদ্যালয় থেকে হাঁটতে হাঁটতে হাত নাড়ছিলেন। কিলোমিটার দু’য়েক হাঁটার পর তিনি একটি মাদ্রাসার সামনে এসে থমকে গেলেন। ছাত্রদের সঙ্গে হাত মেলালেন তিন। চেয়ে নিলেন দোয়াও। তারপরে প্রায় ছয় কিলোমিটার পায়ে হেঁটে ডোমকল বাসস্ট্যান্ডে ইমাম মোয়াজ্জেনদের একটি সভায় যোগ দেন তিনি।

ইমামদের সভায় তিনি বলেন, ‘‘ইমামদের সাম্মানিক ভাতা দেওয়া হয় ওয়াকফ বোর্ডের টাকা থেকে। ওটা সরকারের টাকা নয়। বিরোধীরা বিভেদ ছড়াতে এ নিয়ে অপপ্রচার চালায়।’’ আসন্ন পুরভোটে ডোমকলের ২০টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বিজেপি। এ দিন শুভেন্দু ইমামদের সভা থেকে বিজেপিকেও আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ‘‘বাইরে থেকে অবাঙালি লোক এনে বিজেপি গণ্ডগোল তৈরি করতে চাইছে। প্রতিবাদ করতে গেলেই সিবিআই, ইডির ভয় দেখানো হচ্ছে।’’

Advertisement

ভোট প্রচারে এর আগেও শুভেন্দু ডোমকলে এসেছেন। সে বার তিনি কেবলই রাজ্য সরকারের উন্নয়নের ফিরিস্তি শুনিয়েছিলেন। এ দিন প্রথম থেকে সংখ্যালঘু তাস খেললেন তিনি। গলাগলি করলেন মাদ্রাসার ছাত্রদের সঙ্গে। পৌঁছলেন ইমামদের সভায়। বললেন, ‘‘বুদ্ধবাবু বলেছিলেন, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। আমি বলছি সেখানে মানুষ তৈরী হয়।’’

এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ ডোমকলের ভেলুরচক প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় পদযাত্রা। প্রায় হাজার দেড়েক মানুষ গ্রামের সরু পাকা রাস্তা দিয়ে এসে ভেলুরচক মোড়ে রাজ্য সড়কে ওঠেন শুভেন্দুর পিছনে পিছনে। সেখান থেকে হেঁটেই মিছিল পৌঁছয় ডোমকলে ইমামদের সভায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন