লালগোলা লাইনে ট্রেন ব্যাহত

শিয়ালদহ-লালগোলা শাখার রেল লাইনের পলাশি থেকে বেলডাঙা রেল স্টেশনের মধ্যে ডবল লাইনের কাজ চলছে। প্রায় ২০ কিলোমিটার রেললাইনের কাজ চলছে দীর্ঘদিন ধরে। রেল দফতর সূত্রে জানা গিয়েছে, ২ এপ্রিল থেকে ডবল লাইনে ট্রেন চলাচল শুরু হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ০২:৫৭
Share:

শিয়ালদহ-লালগোলা শাখার রেল লাইনের পলাশি থেকে বেলডাঙা রেল স্টেশনের মধ্যে ডবল লাইনের কাজ চলছে। প্রায় ২০ কিলোমিটার রেললাইনের কাজ চলছে দীর্ঘদিন ধরে। রেল দফতর সূত্রে জানা গিয়েছে, ২ এপ্রিল থেকে ডবল লাইনে ট্রেন চলাচল শুরু হবে। বৃহস্পতিবার কাজ খতিয়ে দেখতে রেজিনগর এসেছিলেন শিয়ালদহের ডিআরএম জয়া বর্মা (সিংহ)। তিনি নদিয়ার পলাশি থেকে মুর্শিদাবাদের রেজিনগর পর্যন্ত ডবল লাইনের কাজ ঘুরে দেখেন।

Advertisement

৩০ মার্চ থেকে পরীক্ষামূলক ভাবে পলাশি ও রেজিনগরের মধ্যে ডবল লাইনে রেলগাড়ি চলাচল শুরু হয়েছে। বেলডাঙা পর্যন্ত ডাবল লাইন চালু করতে আগের পুরনো সিস্টেম বদলে প্যানেল ইন্টারলকিং সিস্টেম হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে এই শাখায় রেল চলাচল পুরো বন্ধ করে দেওয়া হয়। রানাঘাট–লালগোলা রুটের কয়েকটি ট্রেন বাতিল হয়। আজ, শুক্রবার এই শাখার ৬৩১৩১, ৫৩১৬৩, ৬৩১৩৭ নম্বর ট্রেনগুলি বাতিল থাকবে। তবে শনিবার ২ এপিল থেকে ট্রেন স্বাভাবিক হয়ে যাবে বলেই রেল সূত্রে জানা যাচ্ছে।

গত ৪ মার্চ এই লাইনের কাজ দেখতে পূরব রেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি (ইস্টার্ন সাকের্ল) পি কে আচারিয়া। তিনিও পলাশি থেকে মুর্শিদাবাদের বেলডাঙা পযর্ন্ত ডবল লাইনের রেলপথ পরিদর্শন করেন। প্রায় ২০ কিলোমিটার এই রেলপথের সুরক্ষা, ইলেকট্রিক সংযোগ, মাঝের বেশ কয়েকটি রেলগেট ঘুরে দেখেন তিনি। রেলের তরফে জানানো হয়েছে, আগে বেলডাঙা রেল স্টেশন দিয়ে রেল চলত ৫০ কিলোমিটার বেগে। নতুন প্যানেল ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে এর পরে ট্রেন স্টেশন অতিক্রম করবে কম করে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement