তৃণমূল কর্মী খুনে উত্তপ্ত বেলডাঙা

খুব সকালে বাড়ির সামনে খুন হলেন এক তৃণমূল কর্মী। মৃতের নাম আসর আলি শেখ (৩০)। বাড়ি বেলডাঙার মহ্যমপুরে। তিনি বিহারে চুল ফেরি করতেন। তাকে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। রবিবার ভোর ৫টা নাগাদ মসজিদে নমাজ পড়ে বাড়ির সামনে গলির মুখে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেলডাঙা শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০২:২৪
Share:

নিহত আসর আলি শেখ। — নিজস্ব চিত্র।

খুব সকালে বাড়ির সামনে খুন হলেন এক তৃণমূল কর্মী। মৃতের নাম আসর আলি শেখ (৩০)। বাড়ি বেলডাঙার মহ্যমপুরে। তিনি বিহারে চুল ফেরি করতেন। তাকে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। রবিবার ভোর ৫টা নাগাদ মসজিদে নমাজ পড়ে বাড়ির সামনে গলির মুখে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। এক ব্যক্তি খুব কাছ থেকে এসে তাঁকে গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তারপর মহ্যমপুর ডহরপাড়া ও মহ্যমপুর বাঁধপাড়ায় বোমাবাজি হয়। সেই বোমাবাজিতে দুই ব্যক্তি মারা যান বলে তৃণমূলের দাবি।

Advertisement

গত ২২ জুন থেকে এলাকাদখলকে কেন্দ্র করে ঘন ঘন বোমাবাজি ঘটছে মহ্যমপুরে। তার জেরে বন্ধ মির্জাপুর-২ পঞ্চায়েত ভবন ও এলাকার বেশ কয়েকটি স্কুল। তা নিয়ে এলাকার লোকজন পুলিশ-প্রশাসনের কাছে দরবার করেছিলেন। পুলিশ-প্রশাসন চেষ্টা করছিল, এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে। কিন্তু এ দিন সকালের ঘটনা দেখিয়ে দিল প্রশাসন ব্যর্থ।

দলীয় কর্মীর মৃত্যুতে তৃণমূলের লোকজন বেলডাঙা থানায় বিক্ষোভ দেখায়। তারা থানা ইট-পাটকেল ছোড়ে। প্রায় আধ ঘন্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। ফলে এ দিন সকালে রাস্তায় যানজট তৈরি হয়। পরিস্থিতি আয়ত্তে আনতে এলাকায় আসেন ডিএসপি (ডি অ্যান্ড টি) দেবজ্যোতি চক্রবর্তী ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দ্বিবেদী।

Advertisement

মৃতের স্ত্রী সখেলা বিবি বলেন, ‘‘আমি তখনও বিছানা ছাড়িনি। বাইরে গুলির আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখি গলির মুখে আমার স্বামী পড়ে রয়েছে। তাকে ধরে বাড়ি আনার চেষ্টা করছি। তখন বোমাবাজি শুরু হয়। বাড়ির ভেতর আনতে আনতেই ও নেতিয়ে পড়ে। মহ্যমপুর ডহরপাড়ার কিছু কংগ্রেসের দুষ্কৃতীরা আমার স্বামীকে খুন করেছে। স্বামী বিহারে চুল ফেরি করত। চার মাস পর দিন চারেক হল বাড়ি ফিরেছে। সেটাই কাল হল।’

তৃণমূলের দাবি, গত এক মাস ধরে তাদের কয়েকজন সমর্থকে বাড়ি ঢুকতে বাধা দিচ্ছে কংগ্রেসের লোকজন। তারাই এ দিন আসরকে মারল। বেলডাঙা-১ ব্লকের তৃণমূলের সভাপতি গোলাম কিবরিয়া বলে‌ন, ‘‘কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আমাদের এক কর্মীকে গুলি করে খুন করেছে। তারা এলাকায় বোমাবাজিও করে। এতে ভয়ে আমাদের আরও দুই কর্মী মারা গিয়েছে।’’ বেলডাঙার কংগ্রেস বিধায়ক সফিউজ্জামান বলেন, ‘‘এলাকার দুই সমাজ বিরোধী গোষ্ঠীর মধ্যে কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। মৃত ব্যক্তিও একটি দুষ্কৃতী দলের সঙ্গে জড়িত ছিলেন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’’ অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দ্বিবেদী বলেন, ‘‘ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। তাদের জি়জ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন