কুপিয়ে খুনের অভিযোগ

এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। নিহত যুবকের নাম আসিফ শেখ (২৪)। সে নবদ্বীপের বাহিরচরা এলাকার বাসিন্দা। সোমবার রাতে শান্তিপুরের সগুনা এলাকায় রাস্তার ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৫
Share:

এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। নিহত যুবকের নাম আসিফ শেখ (২৪)। সে নবদ্বীপের বাহিরচরা এলাকার বাসিন্দা। সোমবার রাতে শান্তিপুরের সগুনা এলাকায় রাস্তার ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পারিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বাড়ি থেকে বার হয়ে আর ফেরেননি ওই যুবক। পুলিশের দাবি, ওই যুবক রাস্তার গাছ চুরি চক্রের সঙ্গে জড়িত। পুলিশের অনুমান, চুরি চক্রের পাণ্ডাদের নিজেদের মধ্যে বিবাদে এই খুন। এই ঘটনায় পুলিশ অবশ্য এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

গোবরডাঙা। গোবরডাঙায় তিন দিনের বাংলা গানের কর্মশালা হল। স্থানীয় ঐকতান ভবনে ২৮ অগস্ট কর্মশালার উদ্বোধন করেন গোবরডাঙার পুরপ্রধান সুভাষ দত্ত। উপস্থিত ছিলেন ঝুমুর গায়ক এবং গবেষক আশিস গিরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement