টুকরো খবর

তৃণমূল যুবার নেতা খুনের ঘটনায় ধৃত রঘুনাথ চট্টোপাধ্যায়ের মুক্তির দাবিতে সোমবার বিকেলে শান্তিপুরের ফুলিয়াতে বিরাট মিছিল বের করল তার অনুগামীরা। সম্প্রতি মুরগির ফার্মের কর্মী তৃণমূল যুবার নেতা রঞ্জিত গায়েনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এরপর শান্তিপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহ-সভাপতি এবং দীর্ঘ দিনের দাপুটে নেতা রঘুনাথবাবুকে ফোন করে থানায় ডেকে এনে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৪ ০২:১৩
Share:

ফুলিয়া বনধের ডাক

Advertisement

তৃণমূল যুবার নেতা খুনের ঘটনায় ধৃত রঘুনাথ চট্টোপাধ্যায়ের মুক্তির দাবিতে সোমবার বিকেলে শান্তিপুরের ফুলিয়াতে বিরাট মিছিল বের করল তার অনুগামীরা। সম্প্রতি মুরগির ফার্মের কর্মী তৃণমূল যুবার নেতা রঞ্জিত গায়েনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এরপর শান্তিপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহ-সভাপতি এবং দীর্ঘ দিনের দাপুটে নেতা রঘুনাথবাবুকে ফোন করে থানায় ডেকে এনে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি জানার পরই শান্তিপুর থানা এসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁর অনুগামীরা। তাঁরা দলেরই একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন। এদিনও ফুলিয়া এলাকায় মিছিল বের করেন। বিডিও অফিস থেকে শুরু করে ফুলিয়ার বিভিন্ন এলাকা ঘোরে মিছিল। মঙ্গলবার ফুলিয়া বন্ধের ডাকও দেওয়া হয়েছে। মিছিলে উপস্থিত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শ্যামলী মণ্ডল বলেন, ‘‘রঘুনাথ চট্টোপাধ্যায় চক্রান্তের শিকার। এর প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে।’’

Advertisement

ছিনতাইয়ে ধৃত দুই

ছিনতাইয়ের দেড় ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটে জলঙ্গি বাজারে। পুলিশ জানিয়েছে, করিমপুর এলাকার প্রণব সরকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে সোনা বিক্রি করা হবে বলে জলঙ্গি এলাকায় ডেকে এনে তাঁর কাছ থেকে ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয় তিন যুবক। ঘটনার পর কোনও ক্রমে ছাড়া পেয়ে বাজার থেকে দু’কিলোমিটার দূরে জলঙ্গি থানায় এসে গোটা বিষয়টি জানান প্রণববাবু। ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ বলেন, “ টাকা উদ্ধারের পাশপাশি দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে।”

নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

ফের এক নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন। ঘটনাটি ঘটেছে সোমবার থানার পাড়ার শিশা গ্রামে। ধোড়াদহ রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীর আজ ছিল বিয়ের দিন। করিমপুর ২-এর বিডিও তাপস কুণ্ডু জানান, সেই খবর পেয়ে ব্লক অফিস ও পঞ্চায়েত প্রতিনিধিরা যান মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ির লোকজনকে বুঝিয়ে বিয়ে রোখা হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু

লছিমনের সঙ্গে লছিমনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সহিদুল মণ্ডল (৪৩)। বাড়ি করিমপুর থানার কাঠালিয়া বাজারে মুসলিমপাড়ায়। রবিবার সকালে পেশায় কাঁচামাল ব্যবসায়ী সহিদুল কলা বোঝাই লছিমনে চেপে নাজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে আর একটি লছিমনের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর জখম হন তিনি। রাতেই মৃত্যু হয়।

পানীয় জল

জিয়াগঞ্জ ও লালগোলা শহরের পথচারী ও স্থানীয় বাসিন্দাদের জন্য বিশুদ্ধ ও শীতল পানীয় জলের ব্যবস্থা করল ‘মুর্শিদাবাদ জেলা দিগম্বর জৈন সমিতি’। জিয়াগঞ্জ ও লালগোলা ছাড়াও বহরমপুর, ধুলিয়ান, জঙ্গিপুর ও অরাঙ্গাবাদ- সহ মুর্শিদাবাদ জেলার মোট ৬টি শহরে জলের ব্যবস্থা চালু করা হবে বলে ‘জৈন সমিতি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement