প্রয়াত প্রাক্তন বিধায়ক

বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেলেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক হাবিবুর রহমান। শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৬ বছর। জঙ্গিপুরের কাঁটাখালি গ্রামের বাসিন্দা হাবিবুর পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ০১:৫৯
Share:

বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেলেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক হাবিবুর রহমান। শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৬ বছর। জঙ্গিপুরের কাঁটাখালি গ্রামের বাসিন্দা হাবিবুর পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। ছাত্র জীবন থেকেই তিনি কংগ্রেসী রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৭২ সাল থেকে পাঁচ বার তিনি বিধানসভা ভোটে জেতেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য-সহ দলের বিভিন্ন পদে ছিলেন। ২০০১ সালে কংগ্রেস থেকে তাঁকে বহিষ্কার করা হয়। যদিও পরের বছরেই আবার তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement