বিহারের বাজার থেকে উদ্ধার অপহৃত ছাত্রী

অপহরণ করে নিয়ে যাওয়া এক নবম শ্রেণির এক ছাত্রীকে বিহারের জনতাবাজার এলাকা থেকে উদ্ধার করল চাপড়া থানার পুলিশ। সেই সঙ্গে তার প্রেমিক রাজেশ মণ্ডল নামে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৫ ০১:০৯
Share:

অপহরণ করে নিয়ে যাওয়া এক নবম শ্রেণির এক ছাত্রীকে বিহারের জনতাবাজার এলাকা থেকে উদ্ধার করল চাপড়া থানার পুলিশ। সেই সঙ্গে তার প্রেমিক রাজেশ মণ্ডল নামে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে।

Advertisement

অভিযোগ চাপড়ার শিকরা এলাকার বাসিন্দা নবম শ্রেণির এই ছাত্রীকে অপহরণ করে জনতাবাজারে একটি নাচের দলে বিক্রি করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে চাপড়া থানার পুলিশ জনতাবাজার থানার পুলিশের সাহায্যে সেই আখড়ায় হানা দিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি আচমকা নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে মেয়েকে না পেয়ে তার বাবা ১৬ ফেব্রুয়ারি চাপড়া থানায় প্রতিবেশী অঞ্জু বিবি ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Advertisement

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অঞ্জু বিবিকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ কৃষ্ণগঞ্জের ফুলবাড়ির বাসিন্দা রঞ্জিত বাগ ও রূপা মল্লিককে গ্রেফতার করে। ২৮ ফেব্রুয়ারি তাদের বগুলা স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জনতাবাজারে এই নাচের দলেক আখড়ার কথা জানতে পারে। চাপড়া থানার পুলিশ রঞ্জিত বাগকে সঙ্গে নিয়ে ৩ মার্চ বিহারের উদ্দেশে রওনা হয়। সেখানকার পুলিশের সহযোগিতায় তাঁরা সেই আখড়ায় হানা দিয়ে ছাত্রীটিকে উদ্ধার করে।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, প্রতিবেশী অঞ্জুবিবির মাধ্যমে এই ছাত্রীটির আলাপ হয় কৃষ্ণগঞ্জের বানপুর এলাকার বাসিন্দা রাজেশ মণ্ডলের সঙ্গে। বিয়ের কথা গোপন করে রাজেশ এই ছাত্রীর সঙ্গে প্রেমের অভিনয় করেন। বিয়েরও প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

অভিযোগ, রাজেশের কথা মতো এক দিন অঞ্জুবিবির সাহায্যে এই ছাত্রীকে নিয়ে সকলে মিলে বিহারে পাড়ি দেন। তার পরে বিভিন্ন অনুষ্ঠানে নাচে এমন একটি দলে তাকে বিক্রি করে দেওয়া হয়।

তবে এই ছাত্রীই প্রথম নাকি এর আগেও এই ভাবে অন্য কোনও মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে এই চক্র ওখানে বিক্রি করেছে তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন