শান্তিপুরে বোমাবাজি,শুরু চাপানউতোর

ভোটের আগে শান্তিপুরে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে শান্তিপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডে তিলিপাড়া, ডাবরেপাড়া-সহ বিভিন্ন এলাকায় বেশ কিছু বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ০৫ মে ২০১৪ ০০:০১
Share:

ভোটের আগে শান্তিপুরে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

শনিবার গভীর রাতে শান্তিপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডে তিলিপাড়া, ডাবরেপাড়া-সহ বিভিন্ন এলাকায় বেশ কিছু বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই ওয়ার্ডের কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর শ্যামাপ্রসাদ খানের বাড়িতেও বোমা ছোড়া হয়।

শান্তিপুরের দীর্ঘ দিনের বিধায়ক অজয় দে তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফলে সেখানে উপ-নির্বাচন হচ্ছে লোকসভা ভোটের সঙ্গেই। সদলবলে অজয়বাবু তৃণমূলে যোগ দেওয়ার আগেই শ্যামাপ্রসাদবাবু-সহ তিন জন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছিলেন। এ বার নির্বাচনে ওই তিন জন অজয়বাবুর হয়ে তেমন প্রচারে বেরচ্ছেন না বলে খবর। সেই ‘রাগ থেকে’ই শ্যামাপ্রসাদবাবুর বাড়িতে তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠী বোমা ছুড়েছে বলে দাবি এলাকার কংগ্রেস নেতৃত্বের। শান্তিপুরের পুরপ্রধান তথা কংগ্রেস প্রার্থী কুমারেশ চক্রবর্তী বলেন, ‘‘হার নিশ্চিত বুঝতে পেরে ব্যাপক সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছেন অজয় দে। তিনি তাঁর দলের সমাজবিরোধীদের দিয়ে শুধু আমাদের উপরেই বোমাবাজি করে থেমে থাকছেন না, দলের বিরোধী গোষ্ঠীর লোকজনের বাড়িতেও বোমা মারছেন।’’ এই ঘটনার প্রতিবাদে রবিবার থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস ও সিপিএম। তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ খান অবশ্য নিজের দলের বিরুদ্ধে মুখ খুলছেন না। তিনি বলেন, ‘‘রাত ১২টা নাগাদ হঠাত্‌ আমার বাড়িতে বোমা পড়ে। ছাদে উঠে দেখি মুখ ঢাকা কয়েকজন যুবক বোমা মারছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে আমি কিছু বলতে চাই না।”

Advertisement

আর বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে অজয় দে বলেন, ‘‘সিপিএম আর কংগ্রেস এক সঙ্গে মিলে এই‌ ধরনের কাজ করে আমাদের আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন