Narada Scam

Narada Scam: বাড়ি ফিরছেন ফিরহাদ, বাকি ৩ নেতা-মন্ত্রীর বাড়ি ফেরা এখনও অনিশ্চিত

সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় ছাড়া পাবেন কি না, তা এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের মতামতের উপর নির্ভর করছিল।

Advertisement
শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৭:২৯
Share:

ববি হাকিম।

শুক্রবার নারদ মামলার শুনানির পর কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ৪ নেতা-মন্ত্রীকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে। এঁদের মধ্যে প্রেসিডেন্সি জেলে বন্দি রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমকে বাড়িতে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে। তিনি আজই বাড়ি ফিরতে চলেছেন বলে প্রশাসন সূত্রের খবর। তাঁর বাড়ির সামনেও শুরু হয়েছে তৃণমূল কর্মীদের তৎপরতা।

Advertisement

কিন্তু এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অন্য ৩ নেতা-মন্ত্রী কবে বাড়ি ফিরবেন, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এ ক্ষেত্রে চিকিৎসকদের মতামতের বিষয়টি গুরুত্বপূর্ণ। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের চিকিৎসায় ইতিমধ্যেই মেডিক্যাল বোর্ড গঠন করেছেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের বাড়ি ফেরার বিষয়টি সেই বোর্ডের মতামতের উপরেই নির্ভর করছে। সেই বোর্ড ৩ নেতা-মন্ত্রীকে আপাতত হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন বলেই এসএসকেএম সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন