Abhishek Banerjee

‘রাজ্য চালাচ্ছেন ভাইপো’, নাম না করে ফের অভিষেককে তোপ কৈলাসের

রবিবার অম্বেডকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রেড রোডে জনসভা ছিল বিজেপির। ওই সভা থেকে ফের নাম না করে অভিষেককে আক্রমণ কৈলাসের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ১৯:১৪
Share:

রেড রোডের জনসভায় কৈলাস বিজয়বর্গীয়। নিজস্ব চিত্র

কুর্সিতে বসে আছেন দিদি, আর রাজ্য চালাচ্ছেন ‘ভাইপো’। নাম না করে ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

Advertisement

রবিবার অম্বেডকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রেড রোডে একটি জনসভা ছিল বিজেপির। ওই জনসভা থেকে ফের নাম না করে অভিষেককে আক্রমণ করেন কৈলাস। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বাবাসাহেব অম্বেডকরের সংবিধান চলে না, চলে ভাইপোর। ভাইপোর চশমা ২৫ লাখের, জুতো ৭৫ হাজারের, আর দিদির জুতো ৭৫ টাকার। কুর্সিতে দিদি আপনি বসে আছেন, কিন্তু চালাচ্ছেন ভাইপো।’’ গরু চোর, বালি চোর, সোনা পাচারকারী, সিন্ডিকেট রাজ একাধিক বিষয় নিয়ে কৈলাস সরব হলেও, কোথাও অভিষেককের নাম তিনি মুখে আনেননি। তবে ইঙ্গিতে কৈলাস বুঝিয়ে দেন ‘ভাইপো’ বলতে তিনি অভিষেককেই বুঝিয়েছেন। তাঁর কথায়, ‘‘বাংলার মানুষ জানেন ‘ভাইপো’ বলতে কাকে বোঝানো হয়।’’

২৯ নভেম্বর নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে অভিষেক সরাসরি নাম করে কৈলাস বিজয়বর্গীয়, অমিত শাহকে ‘বহিরাগত’ বলেছিলেন। কৈলাসের ছেলে আকাশকে ‘গুণ্ডা’ বলেছিলেন। যার পাল্টা হিসেবে রবিবার কৈলাস প্রশ্ন তোলেন, ‘‘দেশের প্রধানমন্ত্রী বাইরের লোক? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাইরের? যে সব রোহিঙ্গা মুসলিম এখানে সন্ত্রাসবাদ চালাচ্ছে, তারা কে হয়? অনুপ্রবেশকারীরা এসে অশান্তি করছে, তারা বহিরাগত নয়?’’ রাজ্য বিজেপির রেড রোডের জনসভাটি মূলত তফসিলি জাতি ও মতুয়াদের সঙ্গে নিয়ে করা হয়েছিল। নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলেও এখনও পর্যন্ত মতুয়ারা নাগরিকত্ব পাননি। যা নিয়ে মতুয়া সম্প্রদায়ের অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ আঁচ করে মতুয়াদের উদ্দেশে কৈলাস বলেন, ‘‘ধর্মান্তরণের ফলে যাঁরা এসেছেন, তাঁদের নাগরিকত্বের বিরোধিতা করছে তৃণমূল। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন চালু করবে বিজেপি।’’

Advertisement

আরও পড়ুন : ২২-এ অর্থনীতি ফিরবে কোভিডের আগের অবস্থায়: নীতি আয়োগ

আরও পড়ুন : ৯ বছর পর গ্রামে ফিরলেন সুশান্ত ঘোষ, নতুন করে উজ্জীবিত সিপিএম

কৈলাসের সুরে গলা মেলান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ও। তিনি বলেন, ‘‘একটু ধৈর্য ধরুন। আগামী বছরে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনারা নাগরিকত্ব পাবেন।’’ বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি ২০০-র বেশি আসন পাবে বলে দাবি করেন মুকুল। তাঁর কথায়, ‘‘বাংলায় ২০০-র বেশি আসন পাবে বিজেপি। যদি না হয় বিজেপির কোনও রাজনৈতিক মূল্য থাকবে না।’’ বাংলা জয় প্রসঙ্গে বিজেপির এসসি মোর্চার রাজ্য সভাপতি দুলাল বর বলেন, ‘‘আমি সেই বিখ্যাত-কুখ্যাত ব্যক্তি, বিধানসভা ভাঙচুর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইলাইট করেছিলাম। সিপিএমের বিরুদ্ধে যে পাপ করেছি, তৃণমূলকে হারাতে না পারলে আমার জন্ম বৃথা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন