Kolkata Police

সরলেন রাজীব কুমার, কলকাতার নতুন নগরপাল অনুজ শর্মা

সামনেই লোকসভা নির্বাচন। এখনও দিন ক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে কমিশনের নির্দেশ, একই পদে যে পুলিশ অফিসারেরা তিন বছরের বেশি সময় কাজ করছেন, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের বদলি করতে হবে। সেই নির্দেশ অনুযায়ীই রাজীব কুমারকে সরতে হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৯
Share:

দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক বৈঠকে নতুন নগরপাল অনুজ শর্মা। নিজস্ব চিত্র।

লোকসভা নির্বাচনের আগে কলকাতা এবং রাজ্য পুলিশে বড়সড় রদবদল। কলকাতার নগরপালের দায়িত্ব থেকে সরলেন রাজীব কুমার। তাঁর জায়গায় এলেন অনুজ শর্মা। তিনি রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) পদে ছিলেন। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে এডিজি (সিআইডি) পদের দায়িত্ব নিলেন রাজীব কুমার। অন্য দিকে, রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) পদে নিয়ে আসা হয়েছে সিদ্ধিনাথ গুপ্তকে। মঙ্গলবার নবান্ন থেকে বিবৃতি দিয়ে এই নির্দেশ জারি করা হয়েছে। জানানো হয়েছে, এ দিন থেকেই ওই নির্দেশ কার্যকরী হবে।

Advertisement

সামনেই লোকসভা নির্বাচন। এখনও দিন ক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে কমিশনের নির্দেশ, একই পদে যে পুলিশ অফিসারেরা তিন বছরের বেশি সময় কাজ করছেন, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের বদলি করতে হবে। সেই নির্দেশ অনুযায়ীই রাজীব কুমারকে সরতে হল।

তবে, শুধু কলকাতার পুলিশ কমিশনার পদেই বদল হয়নি। রদবদল হয়েছে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক পদে। যেমন, কলকাতা পুলিশের বিশেষ নগরপাল (দুই) পদে ছিলেন জয়ন্তকুমার বসু। তাঁকে ‘ডিরেক্টরেট অব ইকোনমিক অফেন্স’-এর অধিকর্তা করা হয়েছে। জল্পনা ছিল, এডিজি (সিআইডি) সঞ্জয় সিংহকেই পরবর্তী নগরপালের দায়িত্ব দেওয়া হবে। নবান্ন থেকে জানানো হয়েছে, তাঁকে রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) করা হল। এত দিন নিরজকুমার সিংহ ওই পদে ছিলেন। তাঁকে এডিজি (আইবি) পদে নিয়ে আসা হয়েছে। কে জয়রমনকে কলকাতা পুলিশের সহকারী নগরপাল (চার) পদ থেকে সরিয়ে রাজ্য পুলিশের (মর্ডানাইজেশন এবং কোর্ডিনাইজেশন) আইজি পদে নিয়ে যাওয়া হয়েছে। তন্ময় রায়চৌধুরীকে বর্ধমান রেঞ্জের ডিআইজি পদের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ছিলেন হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার। হাওড়ার পুলিশ কমিশনারেটের নতুন নগরপাল হলেন বিশাল গর্গ। ডিআইজি (ট্রেনিং) পদের দায়িত্ব দেওয়া হয়েছে পারুলকুশ জৈনকে। মহম্মদ ইমরান ওহায়াবকে কারা দফতরের স্পেশ্যাল আইজি পদে আনা হয়েছে। গুরুত্ব বেড়েছে রশিদ মুনির খানের। তাঁকে করা হয়েছে বারুইপুর পুলিশ জেলার এসপি।

Advertisement

আরও পড়ুন: ‘ভারত আক্রমণ করতে পারে, আপনারা থামান’, রাষ্ট্রপুঞ্জে চিঠি পাক বিদেশমন্ত্রীর

আরও পড়ুন: পুলওয়ামার দায় অস্বীকার করে আলোচনার আহ্বান ইমরানের, সন্ত্রাস নিয়ে আলোচনাতেও রাজি

তবে এই রদবদলের মধ্যে সব চেয়ে আলোচিত নাম পশ্চিমবঙ্গ ক্যাডারের ৮৯ ব্যাচের আইপিএস রাজীব কুমার। ২০১৬-র বিধানসভা নির্বাচনের পরেই রাজীব কুমারকে কলকাতার পুলিশ কমিশনের পদে নিয়ে আসা হয়েছিল। এর আগে তিনি রাজ্য পুলিশের বিভিন্ন দায়িত্ব সামলেছেন। সিআইডি-রও গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

কলকাতার নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা এ দিনই দায়িত্ব নিয়ে লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। মঙ্গলবার বিকেলে তিনি সাংবাদিকদের সঙ্গে দেখা করে বলেন, “নাগরিকদের পাশে রয়েছে কলকাতা পুলিশ। মহিলাদের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হবে।”

কাশ্মীরে জঙ্গি হামলা প্রসঙ্গে সাংবাদিকদের জবাবে তিনি জানান, “এই শহরের কাশ্মীরিরা সম্পূর্ণ নিরাপদ। আমরা সব দিকেই নজর রাখছি।”

বিভিন্ন মহলে শিশু চোর সন্দেহে রাজ্যজুড়ে গুজব রটছে। তার জেরে গণপিটুনি চলছে জেলায় জেলায়। এমনকি কলকাতাতেও দুটি ঘটনা ঘটেছে। কমিশনারের কথায়, “গুজবে কান দেবেন না। আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি।”

এই প্রসঙ্গে উল্লেখ্য, এ দিন সকালেই কলকাতার সদ্যপ্রাক্তন পুলিশ কমিশনার ৬০ দিনের জন্য কলকাতায় ১৪৪ ধারা লাগু করার নির্দেশ দিয়েছেন। কলকাতা পুলিশ এলাকায় বেআইনি কাজকর্মের উদ্দেশে লাঠি বা অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে পাঁচ জন বা তার বেশি লোকের জমায়েত বা মিছিল নিষিদ্ধ হয়ে গেল এই ধারা লাগু করার ফলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন