গ্যাংটকেও পাসপোর্ট পেতে পারে দার্জিলিং

মাসেই গ্যাংটকে নতুন পাসপোর্ট কেন্দ্র চালু হয়েছে। সিকিমের বাসিন্দারা পাসপোর্টের জন্য সেখানে আবেদন জানাতে পারবেন। শিলিগুড়ি এবং দার্জিলিঙের বাসিন্দারাও যাতে পাসপোর্টের জন্য সেখানে আবেদন করতে পারেন, তার ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে বিদেশ মন্ত্রক।

Advertisement
শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০৩:১৮
Share:

মাসেই গ্যাংটকে নতুন পাসপোর্ট কেন্দ্র চালু হয়েছে। সিকিমের বাসিন্দারা পাসপোর্টের জন্য সেখানে আবেদন জানাতে পারবেন। শিলিগুড়ি এবং দার্জিলিঙের বাসিন্দারাও যাতে পাসপোর্টের জন্য সেখানে আবেদন করতে পারেন, তার ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে বিদেশ মন্ত্রক। কলকাতায় রিজিওনাল পাসপোর্ট অফিসার গীতিকা শ্রীবাস্তব বলেন, ‘‘দার্জিলিঙের বাসিন্দাদেরও গ্যাংটক কেন্দ্রে পাসপোর্টের আবেদন করার সুযোগ দেওয়ার বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে। শিলিগুড়িতে পাসপোর্ট সেবা কেন্দ্র তৈরি হবে ঠিকই। কিন্তু এখনও দেরি আছে।’’ তত দিন শিলিগুড়ি ও দার্জিলিঙের বাসিন্দাদের পাসপোর্টের জন্য গ্যাংটকে পাঠানোর কথা ভাবা হচ্ছে। এখন পাসপোর্টের আবেদনের জন্য তাঁদের আসতে হয় কলকাতায়। কী ভাবে পাসপোর্ট তৈরি হয়, তার জন্য কী কী তথ্য ও নথি প্রয়োজন, এক জন নাগরিককে পাসপোর্ট দেওয়ার আগে পাসপোর্ট অফিসারদের কতটা সতর্ক থাকতে হয়, তা বিস্তারিত ভাবে জানার জন্য স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপ পাঠ্যক্রম চালু করছে বিদেশ মন্ত্রক। ওই মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৮ জুন এই পাঠ্যক্রম চালু হবে। দুই থেকে চার সপ্তাহের এই ছোট্ট পাঠ্যক্রম করলে সার্টিফিকেট দেওয়া হবে। গীতিকাদেবী জানান,

Advertisement

এই প্রথম এমন সুবিধা দিচ্ছে বিদেশ মন্ত্রক। আবেদন করতে হবে ওয়েবসাইটে। দেশের ৮১টি পাসপোর্ট সেবা কেন্দ্র এবং ৩৭টি পাসপোর্ট অফিসে গরমের ছুটিতে এই পাঠ্যক্রম পড়ানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন