Floating Nematode Discovery

বঙ্গোপসাগরের তটে মিলল নতুন প্রজাতির ভাসমান সামুদ্রিক ‘নেমাটোড’! উচ্ছ্বসিত সমুদ্রবিজ্ঞানীরা

সমুদ্রবিজ্ঞানের আন্তর্জাতিক জার্নাল ‘থ্যালাসাস’-এ ইতিমধ্যেই এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ০০:৩৭
Share:

নতুন প্রজাতির নেমাটোড। ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরের তটে নতুন প্রজাতির ভাসমান সামুদ্রিক ‘নেমাটোড’ শ্রেণির প্রাণীর অস্তিত্ব মিলল। পশ্চিমবঙ্গের চম্পা নদীর মোহনায় ‘প্যারাসফায়েরোলাইমাস বেঙ্গালেনসিস এসপি নভ’ নামের মুক্ত প্রজাতির এই জীবটি আবিষ্কার করেছেন সমুদ্রবিজ্ঞানীরা। সমুদ্রবিজ্ঞানের আন্তর্জাতিক জার্নাল ‘থ্যালাসাস’-এ ইতিমধ্যেই এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Advertisement

জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জেডএসআই), সামুদ্রিক অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টার (জেডএসআই) এবং দিঘার বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় এই মুক্ত ‘নেমাটোড’ প্রজাতির প্রাণীটির অস্তিত্ব মিলেছে। সমুদ্রবিজ্ঞানী এস বালাকৃষ্ণণ ওই দলের নেতৃত্বে ছিলেন।

বালাকৃষ্ণণ বলেন, ‘‘গবেষকেরা ২০২৪ সালের ১৪ অগস্ট বঙ্গোপসাগরের সঙ্গে চম্পা নদীর মিলনস্থলে ১০ সেন্টিমিটার গভীর থেকে সংগৃহীত পলির নমুনা পরীক্ষা করে এই নেমাটোড প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করেছেন।’’

Advertisement

তাঁর সংযোজন, ‘‘নেমাটোড সাধারণত পরজীবী হয়ে থাকে। মুক্ত-জীবিত নেমাটোডগুলি সামুদ্রিক খাদ্য জালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement