Jakir hossain

জাকিরের উপর হামলার তদন্তে নিমতিতা স্টেশনে এনআইএ প্রতিনিধি দল

পুরোনো শত্রুতার কারণেই মন্ত্রী জাকির হোসেনকে খুনের ছক কষা হয়েছিল বলে অনুমান সিআইডি-র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ২৩:১৪
Share:

মন্ত্রী জাকির হোসেন এবং নিমতিতা স্টেশনের বিস্ফোরণস্থল। নিজস্ব চিত্র।

নিমতিতা বিস্ফোরণ-কাণ্ডে এনআইএ তদন্তকারী দল পৌঁছাল মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে। মঙ্গলবার দিল্লিতে মামলা রুজু করে বুধবার বিকেলে নিমতিতা স্টেশনে এসে পৌঁছান এনআইএ-র তদন্তকারীরা। খতিয়ে দেখেন ঘটনাস্থল।

Advertisement

ইতিমধ্যেই সিআইডি তদন্ত নেমে তিনজনকে গ্রেফতার করেছে এই মামলায়। পুরোনো শত্রুতার কারণেই মন্ত্রী জাকির হোসেনকে খুনের ছক কষা হয়েছিল বলে অনুমান সিআইডি-র।

বুধবার বিকেলে এনআইএ-র ৪সদস্যের প্রতিনিধি দল আসে নিমতিতা স্টেশনে। স্টেশন মাস্টারকে নিয়ে এনআইএ তদন্তকারী আধিকারিকরা ২ নম্বর প্ল্যাটফর্ম পরিদর্শন করেন। ঠিক কী ভাবে বোমা বিস্ফোরণ হয়েছিল তা নিয়েই ছিল তদন্ত।

Advertisement

প্রায় ৩৫মিনিট থেকে তদন্ত করে তাঁরা রওনা দেন। উল্লেখ্য, মঙ্গলবার এনআইএ এই মামলার তদন্তভার গ্রহণ করে। যদিও তদন্তের গতিপ্রকৃতি এনআইএ আধিকারিকরা মুখ খুলতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন