West Bengal Weather Update

বাতাসে হেমন্তের আমেজ! আগামী কয়েক দিনে আরও নামতে পারে পারদ, ভোরের দিকে থাকবে কুয়াশা

রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। কলকাতায় রাতের তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৯:৫৬
Share:

ভোরের দিকে থাকবে কুয়াশা। — ফাইল চিত্র।

গত কয়েক দিন ঝড়বৃষ্টি নেই বঙ্গে। বরং ভোর এবং রাতের দিকে মিলছে হেমন্তের ঠান্ডা আমেজ। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এই আমেজ আরও বাড়বে। রাজ্যে আরও কিছুটা নামতে পারে পারদ। আগামী দু’-তিন দিনে আরও তিন-চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

Advertisement

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন শীতের আমেজ মিলবে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। কলকাতায় রাতের তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। আগামী তিন থেকে চার দিনে অন্তত চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ১৬ ডিগ্রি, পুরুলিয়াতে ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে জেলার সর্বত্র হবে না। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে সকালের দিকে থাকতে পারে কুয়াশা। তার জেরে কমতে পারে দৃশ্যমানতা। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দুই থেকে তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement