কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস। —ফাইল চিত্র।
রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরমও। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে বেশ কিছুটা পারদ চড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার কলকাতায় কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। তার পর মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া মোটের উপর থাকবে শুকনো। আগামী সপ্তাহের বুধবার থেকে শহরে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা এখনই জারি করা হয়নি। একই পূর্বাভাস রয়েছে হাওড়া এবং হুগলির জন্য। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত প্রায় প্রতি দিনই কমবেশি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে। আগামী কয়েক দিনে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি কিছুটা কম থাকবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। তার পরের চার দিনে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বৃষ্টির কারণে তাপমাত্রা আপাতত কিছুটা কমলেও আবার পারদ চড়বে শনিবার থেকেই।