Babul Supriyo

Ballygunge Bypoll: বাবুলকে ভোট নয়, ডাক আন্দোলনকারীদের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ০৭:১১
Share:

বাবুল সুপ্রিয় ফাইল চিত্র।

বিধানসভা ভোটের আগে গত বছর ‘নো ভোট টু বিজেপি’র আহ্বান শোনা গিয়েছিল। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এ বার উঠে এল ‘নো ভোট টু বাবুল’-এর ডাক। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসে উপনির্বাচনে প্রার্থী হওয়া বাবুল সুপ্রিয়কে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে আগামী ১ এপ্রিল পার্ক সার্কাস থেকে মিছিলেরও ডাক দিয়েছেন এনআরসি-বিরোধী আন্দোলনের সমর্থক নাগরিকদের বড় অংশ। সরাসরি সিপিএমকে সমর্থনের কথা না বললেও তাঁরা আহ্বান জানিয়েছেন বাবুল বা এনআরসি সমর্থন করে আসা কোনও দলের (বিজেপি) প্রার্থীকে ভোট না দেওয়ার। এনআরসি-বিরোধী আন্দোলনকারীদের তরফে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী সংস্কৃতিকে রক্ষা করার লক্ষ্যে বিজেপিকে পরাস্ত করতে চেয়েছিলেন মানুষ। তাই ২০২১ সালে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কিন্তু ১০ বছর ক্ষমতায় থেকে ‘উদ্ধত’ হয়ে যাওয়া তৃণমূল বাবুলকে উপনির্বাচনে দলের প্রার্থী করে মানুষের সেই রায়ের সঙ্গে ‘প্রতারণা ও মস্করা’ করেছে। বিজেপির সাংসদ ও মন্ত্রী থাকাকালীন বাবুলের কর্মকাণ্ডের কথাও মনে করিয়ে দিয়েছেন তাঁরা। তৃণমূল নেতা তাপস রায়ের অবশ্য দাবি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখেন, উপনির্বাচনেও তা-ই রাখবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন