দক্ষিণের পর ভাসছে উত্তরবঙ্গ, দেখুন ছবি

কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে তার গতি আরও বেড়েছে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টি হবে বলে পূর্বাভাস।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ১৮:১২
Share:
০১ ০৬

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে দানা বেঁধে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। শক্তিশালী সেই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বেরিয়ে অসম পর্যন্ত বিস্তার পেয়েছে।

০২ ০৬

এর প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে। ফুলেফেঁপে উঠেছে একাধিক নদী। প্রবল বৃষ্টির জেরে রেল লাইনে জল জমে যাওয়ায় বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন।

Advertisement
০৩ ০৬

প্রবল বৃষ্টিতে কিষাণগঞ্জে রেললাইন পুরোপুরি জলের তলায়।

০৪ ০৬

কোচবিহারের বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। কোচবিহারের তুফানগঞ্জে জারি হয়েছে লাল সতর্কতা।

০৫ ০৬

জল বাড়ছে তোর্সা, রায়ডাক, সঙ্কোশ নদীতে। পাশাপাশি, কালজানি নদীতেও জারি করা হয়েছে লাল সতর্কতা।

০৬ ০৬

ইতিমধ্যেই তিস্তা ব্যারেজ থেকে আড়াই হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ভুটানে বৃষ্টির জেরে তিস্তা নদীর জল আরও বেড়ে যাওয়ায় সম্ভাবনা তৈরি হয়েছে। জল বেড়ে গেলে নদী সংলগ্ন গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement