Murder

মিটিং সেরে ফেরার পথে খুন তৃণমূল কর্মী, এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী

এই ঘটনার ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জন বিজেপি কর্মীকে আটকও করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৪:২৪
Share:

ময়নাগুড়িতে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ।

তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল ময়নাগুড়ির সাপ্টিবাড়ি এলাকায়। অভিযোগ, রবিবার রাতে দলের মিটিং সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন সাপ্টিবাড়ির রহমতুল্লাহ এলাকার বাসিন্দা রঞ্জিত অধিকারী। পরে তাঁর মৃত্যু হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঞ্জিতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁকে উদ্ধার করে চুড়াভাণ্ডার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে সেখানে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জন বিজেপি কর্মীকে আটকও করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি নিয়ে আসা হচ্ছে।

Advertisement

ঘটনার জেরে প্রবল উত্তেজনা রয়েছে এলাকায়। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement