Dhupguri

দীর্ঘক্ষণ লাইনে থেকেও টিকা না পাওয়ার অভিযোগ, বিক্ষোভ ধূপগুড়িতে

কোভিডের টিকা নিতে চরম হয়রানির শিকার হলেন ধূপগুড়ির বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১৮:৪৩
Share:

টিকা না পেয়ে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

কোভিডের টিকা নিতে চরম হয়রানির শিকার হলেন ধূপগুড়ির বাসিন্দারা। ধূপগুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং ধূপগুড়ি পুরসভাতে ভোর থেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও টিকা পাননি বলে অভিযোগ করেন বহু মানুষ। টিকা না পেয়ে হতাশ জনতা ব্লক স্বাস্থ্য আধিকারিকের সামনে বিক্ষোভ দেখান।

Advertisement

টিকা নিতে আসা মানুষদের অভিযোগ, ভোর সাড়ে ৪টে থেকে লাইন দিয়ে দাঁড়িয়েও টিকা পাননি তাঁরা। ভোর থেকে দাঁড়িয়ে থাকার পর বেলা সাড়ে ১০টা নাগাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক তাঁদের বলেছেন, ‘‘আজ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে না। শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়া হবে।’’ এই কথা শোনার পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বিক্ষোভকারীদের বক্তব্য, প্রথম ডোজ দেওয়া না হলে তা আগে থেকে কেন জানানো হল না? পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এর আগেও ধূপগুড়িতে লাইনে দাঁড়িয়ে থেকে টিকা না পাওয়ার অভিযোগ উঠেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন