India-Bangladesh Borders

সারাদিনের টানাপড়েনের পর, অবশেষে অপহৃত ভারতীয় কৃষককে বিএসএফের হাতে তুলে দিল বিজিবি

সোমবার কোচবিহারের শীতলখুচিতে ভারত-বাংলাদেশ সীমান্তের চাষের জমি থেকে অপহরণ করা হয়েছিল এক ভারতীয় কৃষককে। অবশেষে সারা দিনের টানাপড়েনের পর অপহৃত ওই ভারতীয় কৃষককে বিএসএফের ৩৪ নম্বর ব্যাটালিয়নের হাতে তুলে দেওয়া হল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:১২
Share:

—নিজস্ব চিত্র।

সোমবার কোচবিহারের শীতলখুচিতে ভারত-বাংলাদেশ সীমান্তের চাষের জমি থেকে অপহরণ করা হয়েছিল এক ভারতীয় কৃষককে। অবশেষে সারা দিনের টানাপড়েনের পর অপহৃত ওই ভারতীয় কৃষককে বিএসএফের ৩৪ নম্বর ব্যাটালিয়নের হাতে তুলে দেওয়া হল।

Advertisement

জানা গিয়েছে, সোমবার ভারতীয় কৃষক কৃষ্ণকান্ত বর্মণ শীতলখুচির নিরাপাড়া ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতারের ও পারে ভারতীয় জমিতে চাষের আবেদন নিয়ে গিয়েছিলেন। সেখানে বাংলাদেশের বাসিন্দারা তাঁর ধানক্ষেতে গরু এবং ছাগলকে দিয়ে জমির ধান খাইয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ করাতে কৃষ্ণকান্তকে তুলে নিয়ে যান বলে অভিযোগ। এর পর সারা দিন বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে বৈঠক হয়। দু'দেশের সীমান্তরক্ষীরা ‘ফ্ল্যাগ মিটিং’-এ বসেন এবং সন্ধ্যার পর কৃষ্ণকান্তকে বিএসএফ-এর হাতে তুলে দেন বিজিবি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “অপহৃত ব্যক্তিকে বিজিবি সন্ধ্যায় বিএসএফ-এর হাতে তুলে দেয়। দুপুর থেকে ওসি আর এসডিপিও ঘটনাটা নিয়ে মিরাপাড়া বিওপিতে আলোচনা করা হয়।”

Advertisement

উল্লেখ্য, চলতি বছরই শীতলখুচির উকিল বর্মণকে একই রকম ভাবে বাংলাদেশিরা তুলে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তাঁকে ফেরত নিয়ে আসা হয়। ঘটনার পুনরাবৃত্তি ঘটায় আতঙ্কে রয়েছে সীমান্তের চাষিরা। বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement