Coronavirus

মাস্ক না পরে বাসে, ক্ষোভ ডিপোয়

ডিপোর ওসি সুমিত ভৌমিকের বক্তব্য, ‘‘যাত্রীদের একাংশ জোর করে উঠে পড়ছেন বলে শুনেছি। অতিরিক্ত যাত্রীও বাসে উঠছেন। বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ০৫:৫৯
Share:

পুলিশের ধমকে মুখে রুমাল। নিজস্ব চিত্র

করোনা রুখতে যাত্রীদের মাস্ক পরে বাসে ওঠা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। আসনসংখ্যার চেয়ে বেশি যাত্রীকে বাসে না তোলারও নির্দেশিকা জারি হয়েছে। কিন্তু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিপোর চালক ও কনডাক্টরদের একাংশের অভিযোগ, প্রতি দিন যাত্রীদের একাংশ মাস্ক না পরেই জোর করে বাসে উঠে পড়ছেন। আসন ভরে যাওয়ার পরেও অনেকে বাধা না মেনে জোর করে উঠছেন বাসে। এমন কাণ্ডে মাঝেমধ্যেই চালক ও কনডাক্টরদের সঙ্গে যাত্রীদের একাংশ গোলমালও হচ্ছে বলে অভিযোগ। কয়েক দিন আগে চালক ও কনডাক্টরদের একাংশ ডিপো কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।

Advertisement

ডিপোর ওসি সুমিত ভৌমিকের বক্তব্য, ‘‘যাত্রীদের একাংশ জোর করে উঠে পড়ছেন বলে শুনেছি। অতিরিক্ত যাত্রীও বাসে উঠছেন। বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে।’’ তাঁর কথায়, ‘‘করোনার সংক্রমণ রুখতে যাত্রীরা সচেতন না হলে এই প্রবণতা রোখা মুশকিল।’’ ২৭ মে থেকে ডিপো থেকে প্রতি দিন মিলিয়ে ৪২টি রুটে বাস চলাচল করে। ২৭টি রুটে বাস চলাচল শুরু হয়েছে।

নিগমের তৃণমূল প্রভাবিত চালক ও শ্রমিক ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক কৌশিক দে-র অভিযোগ, কলকাতা, মালদহ, বালুরঘাট, শিলিগুড়ি ও লোকাল রুটের বাসে বিভিন্ন স্টপে ওই ঘটনা ঘটছে। তাঁর কথায়, ‘‘ডিপো কর্তৃপক্ষকে পদক্ষেপ করার অনুরোধ করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement