BSF Guns Down Man in Cooch Behar

রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা! কোচবিহারে বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি নাগরিকের

নিহত যুবকের নাম সবুজ হাসান (২৯)। তিনি বাংলাদেশের লালমনিরহাট এলাকার বাসিন্দা। অভিযোগ, বুধবার গভীর রাতে আরও কয়েক জনের সঙ্গে বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন সবুজ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ। কোচবিহারে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি নাগরিকের। বুধবার গভীর রাতে কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের চেনাকাটা সীমা চৌকি এলাকায় ঘটনাটি ঘটেছে। অবৈধ ভাবে ভারতে ঢোকার সময় বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে ওই যুবকের।

Advertisement

জানা গিয়েছে, নিহত যুবকের নাম সবুজ হাসান (২৯)। তিনি বাংলাদেশের লালমনিরহাট এলাকার বাসিন্দা। অভিযোগ, বুধবার গভীর রাতে আরও কয়েক জনের সঙ্গে বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন সবুজ। সে সময় তাঁদের পথ আটকায় বিএসএফের ১৫৬ নম্বর ব্যাটেলিয়ান। তাতে না দমে উল্টে বিএসএফের উপর হামলা চালানোর চেষ্টা করেন অনুপ্রবেশকারীরা। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী। তাতেই মৃত্যু হয় ওই বাংলাদেশির।

রাতেই সবুজকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে, বুধবার রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। খবর পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসনও। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায় বলেন, ‘‘রাতেই বিএসএফের তরফে আমাদের খবর দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির পরিচয়ও জানা গিয়েছে। তিনি বাংলাদেশি। তাঁর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement