Muchipara

সারা দেহে ধারাল অস্ত্রের কোপ! মুচিপাড়ায় বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক, হাসপাতালে মৃত্যু

নিহত যুবকের নাম অশোককুমার দাস (৪৮)। মঙ্গলবার গভীর রাতে মুচিপাড়া থানার অন্তর্গত শশিভূষণ দে স্ট্রিটের একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় অশোককে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৬:০১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিজের বাড়ি থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হল এক যুবককে! মঙ্গলবার রাতে খাস কলকাতার মুচিপাড়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম অশোককুমার দাস (৪৮)। মঙ্গলবার গভীর রাতে মুচিপাড়া থানার অন্তর্গত শশিভূষণ দে স্ট্রিটের একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় অশোককে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। সম্ভবত মঙ্গলবার রাত ১১টা থেকে রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক সময় জানা যাবে।

ঘটনায় এখনও পর্যন্ত নিহতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের না-করা হলেও স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) এবং ৩(৫) ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে মুচিপাড়া থানার পুলিশ। অশোকের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া, ঘটনাস্থল থেকে একাধিক জিনিস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement