Girish Park

গিরিশ পার্কে শিক্ষানবিশ পাইলটের রহস্যমৃত্যু! মিলল ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম সৌম্যাদিত্য কুন্ডু (২১)। বছরখানেক ধরে দক্ষিণ আফ্রিকায় পাইলটের প্রশিক্ষণ নেওয়ার পর কয়েক দিন আগেই বাড়ি ফিরেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১১:১২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সাতসকালে শিক্ষানবিশ পাইলটের রহস্যমৃত্যু কলকাতায়! গিরিশ পার্কের একটি বাড়ি থেকে উদ্ধার হল তরুণের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পাইলটের নাম সৌম্যাদিত্য কুন্ডু (২১)। মধু রায় লেনের বাসিন্দা ওই তরুণ বছরখানেক ধরে দক্ষিণ আফ্রিকায় পাইলটের প্রশিক্ষণ নেওয়ার পর কয়েক দিন আগেই বাড়ি ফিরেছিলেন। মৃতের পরিবার সূত্রে খবর, বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান সৌম্যাদিত্য। অনেক খোঁজাখুঁজির পর ছেলের এক বন্ধুকে দিয়ে মোবাইলের অবস্থান খতিয়ে দেখে বাবা-মা জানতে পারেন, গিরিশ পার্কের সিআর অ্যাভিনিউয়ে কাকার ফ্ল্যাটে গিয়েছেন ওই তরুণ। বুধবার রাতে সেখান থেকেই ঝুলন্ত দেহ মেলে তাঁর।

ঘটনাস্থলে পৌঁছে তরুণের দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ট্যাবও উদ্ধার করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে, সেই ট্যাবের পিছনে ইংরেজিতে লেখা রয়েছে, ‘লস্ট’! কেন সৌম্যাদিত্য ওই কথা লিখেছিলেন, তিনি কোনও কারণে মানসিক অবসাদে ভুগছিলেন কি না, সে সব জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তা ছাড়া, এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। সেই সম্পর্কে কোনও টানাপড়েন চলছিল কি না, তা-ও জানার চেষ্টা চলছে।

Advertisement

সৌম্যাদিত্যের পরিবারের কথায়, ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন ওই তরুণ। স্বপ্ন ছিল, পাইলট হবেন। সেই প্রশিক্ষণ নিতে বিদেশেও গিয়েছিলেন তিনি। আগামী বছরের শুরুতেই ফের দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল তাঁর। তার আগে কী ভাবে এমন ঘটনা ঘটে গেল, বুঝতেই পারছেন না তরুণের বাবা-মা। ঘটনার তদন্তে নেমেছে গিরিশ পার্ক থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement