জাতীয় টিটিতে বাংলার ঝুলিতে দুটি সোনা

সাব জুনিয়র জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় ডাবলসের ফাইনালে হেরে গেল রাজ্য টেবল টেনিস সংস্থার আবির রায়-তমাল বল্লভ জুটি এবং নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের নিকিতা সরকার-শতপর্ণী দে জুটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০১:২৯
Share:

শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে চলছে সাব জুনিয়র জাতীয় টিটি প্রতিযোগিতা। — বিশ্বরূপ বসাক

সাব জুনিয়র জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় ডাবলসের ফাইনালে হেরে গেল রাজ্য টেবল টেনিস সংস্থার আবির রায়-তমাল বল্লভ জুটি এবং নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের নিকিতা সরকার-শতপর্ণী দে জুটি।

Advertisement

সোমবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে আবিরদের ৩-১ গেমে হারতে হয়েছে পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ডের (পিএসপিবি) আলবাটো-জেহো জুটির কাছে। প্রথম গেম হারলেও দ্বিতীয় গেম জিতেছিল আবিররা। এর পর দু’টো গেমে হেরে যায় তারা। একই ভাবে নিকিতারাও ৩-১ গেমে ফাইনালে হেরে যায় মহারাষ্ট্রের দিয়া চেতালে-স্বস্তিকা ঘোষ জুটির কাছে।

ফাইনালে হেরে যাওয়ায় দু’টি রূপো এসেছে বাংলার ঝুলিতে। একটি রাজ্য টেবল টেনিস সংস্থার এবং একটি নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের ঘরে। ডাবলসের সেমি ফাইনালে রাজ্য টেবল টেনিস সংস্থার মুনমুন কুণ্ডু-পয়মন্তী বৈশ্য জুটি মহারাষ্ট্রের স্বস্তিকাদের জুটির কাছে হেরে যাওয়ায় একটি ব্রোঞ্জ-ও এসেছে তাদের।

Advertisement

ব্যক্তিগত বিভাগে সাব জুনিয়রে শেষ আটে উঠতে পেরেছে নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের নিকিতা সরকার। প্রিকোয়ার্টারে রাজ্য টিটি সংস্থার পয়মন্তীকে ৩-১ গেমে উড়িয়ে দিয়েছে। উত্তরবঙ্গের ছেলেদের মধ্যে সাব জুনিয়রে কোয়ার্টারে উঠেছে মৈনাক দাস এবং জয়ব্রত ভট্টাচার্য। ব্যক্তিগত বিভাগে রাজ্য টেবল টেনিস সংস্থার সকলেই হেরে বিদায় নিয়েছে। ক্যাডেটে উত্তরের ছেলে এবং মেয়েদের বিভাগে সকলেই প্রথম রাউন্ডের পরই ছিটকে গিয়েছে। রাজ্য টিটি সংস্থার খেলোয়াড়দের মধ্যে ক্যাডেটে ব্যক্তিগত বিভাগে কোয়ার্টারে উঠেছে পৃথকী চক্রবর্তী, ঐশিকী জোয়ারদ্দার, সুচেতা প্রসাদ এবং রুদ্র নারায়ণ। রাজ্য টিটি সংস্থার সিনিয়র কোচ মিহির ঘোষ বলেন, ‘‘বয়স ভাঁড়িয়ে খেলা নিয়ে যে অনিয়ম ছিল, তা ঠিক করতে গিয়ে অনেক খেলোয়াড় খেলতে পারছেন না। তাতে একটা শূন্যস্থান সৃষ্টি হয়েছে সাবজুনিয়র এবং ক্যাডেট বিভাগে। এই বিভাগের খেলোয়াড়দের নতুন করে তৈরি করতে পরিশ্রম করতে হবে।’’ আজ, শেষ দিন ব্যক্তিগত বিভাগের ফাইনাল খেলাগুলি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন