Siliguri School

২০ টাকা দিতে না-পারায় আড়ালে নিয়ে গিয়ে সহপাঠীকে মারধর! ভিডিয়ো ভাইরাল, শিলিগুড়ির স্কুলে উত্তেজনা

২০ টাকা দেয়নি সহপাঠী! সেই জন্য তাকে স্কুলের মধ্যেই আড়ালে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল শিলিগুড়ি বয়েজ় হাই স্কুলে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ২১:০৭
Share:

—ফাইল চিত্র।

২০ টাকা দেয়নি সহপাঠী! সেই জন্য তাকে স্কুলের মধ্যেই আড়ালে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল শিলিগুড়ি বয়েজ় হাই স্কুলে। ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেটির সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি।

Advertisement

ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্কুলের প্রধানশিক্ষক উৎপল দত্ত। তিনি বলেন, ‘‘নিগৃহীত পড়ুয়ার অভিভাবকের সঙ্গে আমরা কথা বলব। অভিযুক্তের অভিভাবককেও ডাকা হয়েছে। অবশ্যই আমরা পদক্ষেপ করব। স্কুলে একটি জায়গা রয়েছে, যেখানে ক্যামেরা নেই। সেখানেই ঘটনাটি ঘটেছে।’’

নিগৃহীত পড়ুয়ার পরিবারের অভিযোগ, দু’জনেই এক ক্লাসে পড়ে। অভিযুক্ত পড়ুয়া রোজ বাকিদের থেকে ২০ টাকা করে চাইত। না দিতে পারলেই জুটত মারধর। ক্লাসের অন্যান্য পড়ুয়াও একই হেনস্থার শিকার হয়েছে।

Advertisement

নিগৃহীত পড়ুয়ার বাবা অলোক মালো-র অভিযোগ, ‘‘এর আগেও অন্য এক পড়ুয়া এই ঘটনা ঘটিয়েছে। শিক্ষকেরা জানেন। সে এখন শুধরেছে। এখন আবার আর এক জন শুরু করেছে। শিক্ষকদের আগেও জানিয়েছি। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি স্কুল। কাজেই এ ভাবে বাচ্চাকে এই স্কুলে পড়ানো যায় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement