BSF Land Issue

টাকা দিলেও পুরো জমি মেলেনি, দাবি বিএসএফ-এর

শিলিগুড়ির কদমতলায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন বিএসএফের আইজি (উত্তরবঙ্গ)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৯:১৫
Share:

বিএসএফ জওয়ান। ফাইল চিত্র।

উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো এবং কার্যালয়ের জন্য জমি প্রয়োজন সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। প্রায় ৫৬ কিলোমিটার এলাকায় জমির জন্য রাজ্য সরকারের কোষাগারে টাকা জমা করা হলেও, সে জমি পুরোপুরি ভাবে মেলেনি বলে দাবি করলেন বিএসএফের আইজি (উত্তরবঙ্গ) মুকেশ ত্যাগী। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “বিষয়টি খোঁজ নিতে হবে। তার পরে মন্তব্য করব।”

শিলিগুড়ির কদমতলায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন বিএসএফের আইজি (উত্তরবঙ্গ)। বলেন, “জমির বিষয়টি কেন্দ্রীয় পূর্ত দফতর (সিপিডব্লিউডি) দেখে। ৫৬ কিলোমিটার এলাকায় কাঁটাতার-সহ সীমান্তে সুরক্ষা বাড়ানোর জন্য জমির প্রয়োজন রয়েছে বিএসএফের। সে টাকা জমা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৫.৫ কিলোমিটার এলাকায় জমি পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে।” জমি হস্তান্তর প্রক্রিয়া ধীর গতিতে চলছে, দাবি ওই বিএসএফ-কর্তার।

ভোটার তালিকায় নিবিড় সংশোধন (এসআইআর) শুরুর কয়েক মাস আগে থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকেরা সে দেশে ফিরছেন বলেও জানান আইজি। তাঁর কথায়, “চলতি বছরে এখনও পর্যন্ত ১৪৬ জন বাংলাদেশি নাগরিক নিজের দেশে ফিরেছেন, যা গত বছরের তুলনায় কয়েক গুণ বেশি।” এসআইআরের জন্যই বাংলাদেশিরা ফিরছেন কি না, জানতে চাওয়ায় বলেন, “এসআইআর এক মাস আগে শুরু হয়েছে। বাংলাদেশিদের ফিরে যাওয়ার ঘটনা তিন-চার মাস ধরে বেড়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন