ডালখোলায় উদ্ধার ব্যবসায়ীর দেহ

রাতভর নিখোঁজ ছিলেন এক ব্যবসায়ী। বু‌ধবার সকালে নালা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বুধবার সকালে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকাতে ঘটনাটি ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইসলামপুর শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০২:২৯
Share:

ওমপ্রকাশ লুনাওয়াত

রাতভর নিখোঁজ ছিলেন এক ব্যবসায়ী। বু‌ধবার সকালে নালা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বুধবার সকালে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম ওমপ্রকাশ লুনাওয়াত (৩৮)। তাঁর বাড়ি করণদিঘি থানার ডালখোলার সুভাষপল্লি এলাকাতে। তিনি পেশায় ভুট্টার ব্যবসায়ী ছিলেন। তিনি মারবাড়ি যুব মঞ্চের ডালখোলার সভাপতিও ছিলেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন ওমপ্রকাশবাবু। বিকেলেও না ফেরায় তাঁর খোঁজ শুরু করেন পরিবারের লোকেরা। এরপরই বুধবার সকালে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকাতে এলাহিবক্স স্কুলের পেছনে একটি নালার মধ্যে দেহটি দেখতে পেয়ে এলাকার লোকেরা পুলিশকে খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অমিতকুমার ভারত রাঠৌর বলেন, প্রাথমিক তদন্তের পরে জানতে পারা গিয়েছে, শ্বাসরোধের পাশাপাশি দেহে আঘাতের চিহ্ন মিলেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে। একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি কয়েকজন পুলিশ অফিসার সহ ইনভেস্টিগেশন সেল তদন্তের কাজ শুরু করেছে।

Advertisement

ডালখোলার পেশায় ভুট্টা ও কাপড়ের ব্যবসায়ী গত মঙ্গলবার সকাল প্রায় আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। তাঁর বিহারের বাহাদুরগঞ্জ যাওয়ার কথা ছিল। তবে দুপুরে বাড়িতে ফিরবেন না বলেই পরিবারের লোকেদের জানিয়েছিলেন। এ দিন দুপুর প্রায় দুটো নাগাদ পরিবারের লোকেরা ফোন করলেও ফোন ধরেননি তিনি। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় তিনি বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু করেন পরিবারের লোকেরা।

পরিবারের লোকেরা জানিয়েছেন, মঙ্গলবার ওমপ্রকাশবাবু কানকি মন্দিরেও গিয়েছিলেন বলে তাঁরা জানতে পেরেছেন। ওমপ্রকাশের ভাই মুখেশ লুনাওয়াত বলেন, ‘‘দাদা সকালে ব্যবসায়ের কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপরে শুনলাম ওই দুঃসংবাদ।’’ তিনি বলেন, ‘‘দাদার সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল বলে জানি না। টাকা পয়সাও তেমন ছিল না সঙ্গে। তবে কেন এই ঘটনা হল বুঝতে পারছি না।’’ ডালখোলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পবন আগ্রবাল বলেন, ‘‘ডালখোলার ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছি। ঘটনার দ্রুত নিষ্পত্তির দাবি করেছি।’’ পুলিশ সুপার তদন্তের আশ্বাস দিয়েছেন। পবনবাবু আরও বলেন, ‘‘পুলিশ সুপার ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়েও বৈঠকের আশ্বাস দিয়েছেন।’’ দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন মারবাড়ি যুব মঞ্চের সদস্যরাও। ওই সংগঠনের অন্যতম সদস্য মোহিত অগ্রবাল বলেন, ‘‘দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছি। তবে পুলিশ কোনও ব্যবস্থা না নিতে পারলে বৃহত্তর আন্দোলনে নামব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন