জলপাইগুড়িতে ক্লাউডেড লেপার্ডের ছাল উদ্ধার, ধৃত ১

বন দফতরের নজর এড়িয়ে দাঁতের জন্য হাতি কিংবা খড়্গের জন্য গন্ডারের শিকার চলছিলই। মাঝে মধ্যেই জখম বা মৃত অবস্থায় উদ্ধার করা হয়ে থাকে তাদের। এ বার বিরল প্রজাতির ক্লাউডেড লেপার্ডও চোরাশিকারিদের নজরে পড়ল। শুক্রবার জলপাইগুড়ির দাসদরগা এলাকা থেকে একটি ক্লাউডেড লেপার্ডের ছাল উদ্ধার করে বন দফতরের কর্মীরা। উদ্ধার হয়েছে লেপার্ডটির খুলিও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৫ ১৪:৫৩
Share:

উদ্ধার হওয়া ক্লাউডেড লেপার্ডের ছাল। —নিজস্ব চিত্র।

বন দফতরের নজর এড়িয়ে দাঁতের জন্য হাতি কিংবা খড়্গের জন্য গন্ডারের শিকার চলছিলই। মাঝে মধ্যেই জখম বা মৃত অবস্থায় উদ্ধার করা হয়ে থাকে তাদের। এ বার বিরল প্রজাতির ক্লাউডেড লেপার্ডও চোরাশিকারিদের নজরে পড়ল। শুক্রবার জলপাইগুড়ির দাসদরগা এলাকা থেকে একটি ক্লাউডেড লেপার্ডের ছাল উদ্ধার করে বন দফতরের কর্মীরা। উদ্ধার হয়েছে লেপার্ডটির খুলিও।

Advertisement

বন দফতর সূত্রের খবর, এ দিন সকালে বেলাকোবা রেঞ্জের অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে খুলি-সহ লেপার্ডের ছালটি উদ্ধার করে। লম্বায় প্রায় ৭ ফুট লম্বা লেপার্ডটির দেহে গুলির আঘাত রয়েছে। ভরত গুরুঙ্গ নামে এক ব্যক্তি নেপালে পাচারের উদ্দেশে ছালটি নিয়ে যাচ্ছিল। তাকে গ্রেফতার করা হয়েছে। ক্লাউডেড লেপার্ডের চোরাশিকারের ঘটনায় আর কারা যুক্ত রয়েছে তা খোঁজ নেওয়া হচ্ছে।

বন দফতর সূত্রের খবর, সাধারণত অধিক উচ্চতায় হিমালয়ের কয়েকটি নির্দিষ্ট জায়গাতেই ক্লাউডেড লেপার্ড দেখতে পাওয়া যায়। ২০০৮ সালে আইইউসিএন এই প্রাণীটিকে বিরল হিসাবে ঘোষণা করে। নামে লেপার্ড কথাটি থাকলেও প্রাণীটি আসলে বিড়ালের দুই প্রজাতির মধ্যে বিবর্তনের যোগসূত্র বহন করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement