Mamata Banerjee

Mamata Banerjee: প্রাতর্ভ্রমণে বেরিয়ে মোমো বানালেন মমতা, পাহাড়ে ভিন্ন মেজাজে মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার সকালে পাহাড়ের রাস্তায় বেরিয়ে পড়েন মমতা। রিচমন্ড হিল পেরিয়ে একটি দোকানে ঢুকে মোমো তৈরি করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দার্জিলিং শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১২:০৩
Share:

মোমো তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। — নিজস্ব চিত্র।

তিনি বেরিয়েছিলেন প্রাতর্ভ্রমণে। সামনে মোমোর দোকান দেখে থমকে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোকানে ঢুকে বসে পড়লেন মোমো বানাতে। বৃহস্পতিবার দার্জিলিঙে ভিন্ন মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

Advertisement

বৃহস্পতিবার সকালে পাহাড়ের রাস্তায় বেরিয়ে পড়েন মমতা। রিচমন্ড হিলের রাস্তা ধরে এগিয়ে যান তিনি। সেখান থেকে কিছুটা চড়াই-উতরাই পার করে আচমকা একটি দোকানের সামনে থামেন তিনি। প্রথমে দোকানির সঙ্গে প্রাথমিক আলাপ-পরিচয় সেরে নেন মুখ্যমন্ত্রী। এর পর দোকানে ঢুকে মোমো তৈরি করেন। মুখ্যমন্ত্রীকে মোমো তৈরি করতে দেখে চমকে যান দোকানি এবং তাঁর সহকারীরা।

এই ঘটনা অবশ্য নতুন নয়। মঙ্গলবার দার্জিলিঙে একটি ফুচকার দোকানে ঢুকে ফুচকা তৈরি করেন মুখ্যমন্ত্রী। তা বিলি করেন শিশুদের এবং বাংলাদেশ থেকে আসা এক অতিথিকে। এর আগের বারের পাহাড় সফরে রিচমন্ড হিলে একটি স্বনির্ভর গোষ্ঠীর দোকানে ঢুকে মোমো তৈরি করেছিলেন মমতা। পাহাড় সফর সেরে বৃহস্পতিবারই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন