কালিম্পং কলেজে হুমকি দিচ্ছে মোর্চা, নালিশ

তারা যাতে ছাত্র সংসদ গঠন করতে না পারে সে জন্য মোর্চা এবং তাদের ছাত্র সংগঠন হুমকি এবং নানা ভাবে বাধা দিতে চেষ্টা করছে বলে অভিযোগ। শুক্রবার তা নিয়ে কালিম্পং থানায় অভিযোগ দায়ের করেছে জন আন্দোলন স্টুডেস্ট ইউনিয়নের জয়ী প্রার্থীরা। তাঁদের অভিযোগ, মোর্চার লোকজন নানা ভাবে ভয় দেখাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০২:১৯
Share:

তারা যাতে ছাত্র সংসদ গঠন করতে না পারে সে জন্য মোর্চা এবং তাদের ছাত্র সংগঠন হুমকি এবং নানা ভাবে বাধা দিতে চেষ্টা করছে বলে অভিযোগ। শুক্রবার তা নিয়ে কালিম্পং থানায় অভিযোগ দায়ের করেছে জন আন্দোলন স্টুডেস্ট ইউনিয়নের জয়ী প্রার্থীরা। তাঁদের অভিযোগ, মোর্চার লোকজন নানা ভাবে ভয় দেখাচ্ছে। ছাত্র সংসদ গঠনের সময় তাদের সমর্থন করতে চাপ দিচ্ছে। এমনকী কালিম্পঙের বিধায়ক সরিতা রাই জেএএসইউ সংগঠনের জয়ী এক প্রার্থীকে ফোন করে তাদের দিকে থাকার জন্য টোপ দেন বলে অভিযোগ উঠেছে। সরিতাদেবী জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। কলেজ ভোটে জয়ী এক নির্দল প্রার্থী তাঁর সঙ্গে কথা বলতে চান জেনে তিনি যোগাযোগের চেষ্টা করেছিলেন। বিদ্যার্থী মোর্চার সাধারণ সম্পাদক ভূষণ তামাঙ্গ বলেন, ‘‘উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিযোগ তোলা হচ্ছে। এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি। হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না।’’ মোর্চার নেতারাও অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

জেএএসইউ’র ১২ জন জয়ী প্রার্থীই এ দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের হুমকি দেওয়ায় ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে নিরাপত্তার জন্যও তারা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেন। জেএএসইউ’র তরফে সোনম লামা বলেন, ‘‘ভয় দেখিয়ে, হুমকি দিয়ে ছাত্র সংগঠন দখল করতে চাইছে মোর্চার ছাত্ররা। আমরা তা হতে দেব না।’’ গত ১৪ জুলাই কলেজ ভোটে ২২ টি আসনের মধ্যে জেএএসইউ পায় ১২টি আসন। বিদ্যার্থী মোর্চার প্রার্থীরা জেতে ১০ টি আসনে। সেই মতো ছাত্র সংসদ গঠন করতে চলেছে জেএএসইউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement