ফের উড়ান শুরুর অপেক্ষায় কোচবিহার

প্রশাসন ও এএআই সূত্রেই জানা গিয়েছে, এয়ার ডেকান কর্তৃপক্ষ ওই বিমান চালু করতে উদ্যোগী হয়েছে। কোচবিহার বিমানবন্দর কর্তৃপক্ষের একটি সূত্রের দাবি, সম্ভাব্য সময়সূচিও তৈরি হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৩
Share:

—ফাইল চিত্র।

ফের আকাশ পথে জুড়তে চলেছে কোচবিহার-কলকাতা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে ওই ব্যাপারে আগ্রহী বিমান সংস্থার তরফে সব রকম প্রস্তুতি নিতে বলা হয়েছে। এএআই ও প্রশাসন সূত্রের খবর, উড়ান প্রকল্পে ওই পরিষেবা চালুর তোড়জোর চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ তারিখে ওই পরিষেবা চালুর সম্ভবনা প্রবল। ইতিমধ্যে কোচবিহার বিমানবন্দর লাগোয়া এলাকায় পাখির আনাগোনা কমাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। বিমানবন্দরের সীমানা প্রাচীর লাগোয়া এলাকা থেকে মাছ, মাংস বিক্রির দোকান সরানোর ব্যাপারেও প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন এএআই কর্তারা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ওই ব্যাপারে পুরসভাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কোচবিহার থেকে বিমান পরিষেবা চালু হতে চলেছে।”

Advertisement

প্রশাসন ও এএআই সূত্রেই জানা গিয়েছে, এয়ার ডেকান কর্তৃপক্ষ ওই বিমান চালু করতে উদ্যোগী হয়েছে। কোচবিহার বিমানবন্দর কর্তৃপক্ষের একটি সূত্রের দাবি, সম্ভাব্য সময়সূচিও তৈরি হয়ে গিয়েছে। ঠিক হয়েছে সকাল ৯টা নাগাদ দমদম বিমান বন্দর থেকে বিমান রওনা হবে। দেড় ঘন্টার মধ্যে সেটি কোচবিহারে পৌঁছবে। বেলা ১১টা নাগাদ ফের ওই বিমান কলকাতার উদ্দেশে রওনা হবে। অনলাইনের পাশাপাশি স্থানীয়ভাবে কাউন্টারে টিকিট বিক্রির ব্যবস্থা থাকবে। একটি সংস্থার সঙ্গে আলোচনা এগিয়েছে। কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা বলেন, “বিমান চালুর ব্যাপারে সবরকম প্রস্তুতিই নেওয়া হচ্ছে।” এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কোচবিহার বিমানবন্দরের আধিকারিক প্রদীপ্ত বেজ বলেন, “চলতি মাসে এয়ার ডেকান ওই পরিষেবা চালু করছে। ১৮ আসনের উড়ান চালু হবে বলে প্রাথমিক খবর আছে।”

বাসিন্দাদের কথায়, অনেকদিন ধরেই তাঁরা এই বিমান পরিষেবার জন্য অপেক্ষা করছেন। এ বার তা শুরু হয়ে গেলে সেই আক্ষেপ মিটবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন