COVID Restriction

Dhupguri: মুখে নেই মাস্ক, কোভিড বিধি অমান্য করেই টিকা নিতে গাদাগাদি ভিড় ধূপগুড়িতে

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর কালেই কোভিড বিধি অমান্য করার ছবি ধরা পড়ল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি হাসপাতালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৩:২৩
Share:

ধূপগুড়িতে কোভিড বিধি অমান্য করে টিকার জন্য লাইন। নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর কালেই কোভিড বিধি অমান্য করার ছবি ধরা পড়ল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি হাসপাতালে।

Advertisement

কোভিডের দ্বিতীয় টিকা নেওয়ার জন্য সোমবার ভোর থেকেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন হাসপাতাল চত্বরে। কমবয়সি যুবক-যুবতী থেকে বৃদ্ধ-বৃদ্ধা, বিভিন্ন বয়সের মানুষের অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। লাইনে দাঁড়ানোর সময় দূরত্ববিধিও মানা হয়নি। একে অন্যের ঘাড়ের উপর গাদাগাদি করেই তাঁরা দাঁড়িয়েছিলেন। পুজোর পর যখন দৈনিক সংক্রমণ বাড়ছে, তখন খোদ হাসপাতাল চত্বরের এই ছবি বাড়াচ্ছে উদ্বেগ।

রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে করোনাবিধি মেনে চলার জন্য মানুষকে অনুরোধ করেন তিনি। পুলিশের তরফের জেলা জুড়ে বিতরণ করা হয়েছে মাস্ক। কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই উল্টো ছবি ধরা পড়ল ধূপগুড়িতে। ভিড়ের এই বহর দেখে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

ভিড়ে উপস্থিত জনতাকে মাস্ক না পরার কারণ জিজ্ঞাসা করলে কেউই যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারেননি। অধিকাংশই অজুহাত দিয়ে অস্বস্তিকর প্রশ্ন এড়িয়ে যেতে চেয়েছেন। এই ছবি স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন