Banbasti

বনবস্তি মন্তব্যে ‘বিতর্কে’ দিলীপ

বৃহস্পতিবারে বক্সায় এসেছিলেন দিলীপ। বিজেপির তরফে বক্সা দুর্গের সামনে নেতাজির জন্মদিন পালন করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ০৪:০৬
Share:

দিলীপ ঘোষ।

বক্সায় ‘বাঘ নেই’। এই মন্তব্য করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, এই জঙ্গল থেকে বনবস্তি সরিয়ে নেওয়ারও প্রয়োজন নেই।

Advertisement

বৃহস্পতিবারে বক্সায় এসেছিলেন দিলীপ। বিজেপির তরফে বক্সা দুর্গের সামনে নেতাজির জন্মদিন পালন করা হয়। সেখানে তিনি জাতীয় পতাকা তোলেন। নয়া নাগরিকত্ব আইন নিয়ে বনবস্তির বাসিন্দাদের বাড়ি বাড়ি লিফলেটও বিলি করেন। সেখানেই তিনি মন্তব্য করেন, “বাঘ নেই, অথচ ব্যাঘ্র প্রকল্প ঘোষণা করে দিলে লাভ নেই, ক্ষতি বেশি। মানুষদের অন্যত্র স্থানান্তরিত করলে তাঁরা নতুন জায়গায় অভ্যস্ত হতে পারবেন না। এখানে যাঁরা রয়েছেন তাঁদের জীবনযাত্রা চলে জঙ্গলকে মাধ্যম করেই। তা না হলে ওঁরা বাঁচতে পারবেন না। এই মানুষদের স্থায়ী জীবিকার ব্যবস্থা করতে হবে।’’

তৃণমূল অবশ্য দিলীপের মন্তব্য নিয়েই বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে। তৃণমূলের দাবি, বক্সা থেকে বনবস্তি সরানোর কোনও পরিকল্পনা রাজ্যের নেই। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারই বনবস্তিগুলি থেকে বাসিন্দাদের সরানোর নির্দেশ দিয়েছিল। বন দফতরের দাবি, বছরখানেক আগে সুপ্রিম কোর্টের রায়ের পরে কেন্দ্র একটি নির্দেশিকা প্রকাশ করেছিল। তখন রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি চলছিল। তাই রাজ্য কোনও পদক্ষেপ করেনি বলে দাবি। ভোটপর্ব মিটলেও রাজ্য এটা নিয়ে কোনও পদক্ষেপ করেনি। সূত্রের খবর, কেন্দ্রের কাছ থেকেও নতুন কোনও নির্দেশ আসেনি।

Advertisement

তৃণমূলের জেলা সভাপতি মৃদূল গোস্বামী জানান, “দিলীপবাবু বোধহয় জানেন না, বনবস্তি সরানোর নির্দেশ কেন্দ্রের। উনি না জেনেই মন্তব্য করছেন। কেন্দ্রকেই বিষয়টি নিয়ে বলুন। রাজ্য কাউকে ভিটেচ্যূত করতে চায় না। কেন্দ্রই সবাইকে দেশ থেকে তাড়ানোর আইন এনেছে।’’ বক্সা দুর্গ সংস্কারের দাবি জানিয়ে দিলীপের বক্তব্য, রাজ্য সরকার না পারলে কেন্দ্রকে চিঠি লিখে জানাক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন