Swastha Sathi

বাড়ি বাড়ি স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম বিলি

রবিবার দিনহাটা শহরের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের হাতে ফর্ম তুলে দেন দলের শহর ব্লক সভাপতি পুরসভার কো-অর্ডিনেটর অসীম নন্দী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ০৪:০৬
Share:

উদ্যোগ: স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম বিলি করছেন দিনহাটা পুরসভার কোঅর্ডিনেটর তথা তৃণমূলের শহর ব্লক সভাপতি অসীম নন্দী। নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা যাতে সকলে পান, সে বিষয়ে উদ্যোগা হয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। দিনহাটা শহরের বাড়ি-বাড়ি ঘুরে বাসিন্দাদের হাতে ফর্ম তুলে দিচ্ছেন তাঁরা। রবিবার দিনহাটা শহরের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের হাতে ফর্ম তুলে দেন দলের শহর ব্লক সভাপতি পুরসভার কো-অর্ডিনেটর অসীম নন্দী। তার সঙ্গে ছিলেন দিলীপ রায়, বিনোদ রজক প্রমুখ।

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই কার্ড থাকলে রাজ্যের বাসিন্দারা রাজ্যের পাশাপাশি রাজ্যের বাইরেও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবে। এই কার্ডে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে রাজ্য সরকার। সকলেই যাতে এই সুযোগ পান, তাই ফর্ম বিলি করা হচ্ছে। বাসিন্দারা তাদের ফর্ম ফিলআপ করে সরকারি ক্যাম্পে জমা দেওয়ার পরে তাঁদের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেবেন প্রশাসনের কর্তারা।

সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা অনেকেই জানান, রাজ্যের মানুষকে সুস্থ চিকিৎসা পরিষেবা দিতে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড সকলের হাতে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা করেছে, তাতে সুবিধা হবে।

Advertisement

তৃণমূল নেতা তথা পুরসভার কো-অর্ডিনেটর অসীম নন্দী বলেন, ‘‘সকলেই যাতে এই সুযোগ পান, তাই ফর্ম বিলি করা হচ্ছে। সেই সঙ্গে তাঁদের সচেতন করা হচ্ছে নির্দিষ্ট দিনে ক্যাম্পে সব কিছু জমা দেওয়ার জন্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement