ফের ধৃত ‘ভুয়ো’ চিকিৎসক

মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে মিথ্যা পরিচয়ে ঠকানো (৪১৯),প্রতারণা (৪২০) সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতের আইনজীবী রূপম সরকারের দাবি, শংসাপত্র খতিয়ে না দেখেই পুলিশ বাদলকে গ্রেফতার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ০৩:৫৪
Share:

প্রতীকী ছবি।

ভুয়ো চিকিৎসক সন্দেহে কোচবিহার থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তুফানগঞ্জের নাককটিগছ এলাকায় সোমবার গভীর রাতে হানা দিয়ে বাদলচন্দ্র শীলকে গ্রেফতার করে পুলিশ। ওই এলাকায় চিকিৎসক পরিচয় দিয়ে তিনি রোগী দেখতেন। মোটামুটি পসারও জমেছিল।

Advertisement

ভুয়ো ডাক্তার নিয়ে হইচই শুরু হওয়ার পর ওই চিকিৎসকের ডিগ্রি নিয়ে এলাকার বাসিন্দাদের কয়েকজন সন্দেহ প্রকাশ করেন। বিষয়টি বাসিন্দাদের মাধ্যমেই পুলিশ কর্তারা জানতে পারেন। এরপরেই অভিযান চালানো হয়। কিন্তু ওই ব্যক্তিকে বাড়িতে পাওয়া যায়নি। পুলিশের এক কর্তার দাবি, গভীর রাতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ধরা হয়।

অভিযোগ, বিএ পাশ করার পর তিনি প্যারামেডিক্যাল কোর্স করেন। কিন্তু নিজেকে এমবিবিএস বলে পরিচয় দিতেন। পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে।”

Advertisement

মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে মিথ্যা পরিচয়ে ঠকানো (৪১৯),প্রতারণা (৪২০) সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতের আইনজীবী রূপম সরকারের দাবি, শংসাপত্র খতিয়ে না দেখেই পুলিশ বাদলকে গ্রেফতার করেছে।

রবিবার রাতে রূপনারায়ণ রোড থেকে ভুয়ো চিকিৎসক অভিযোগে সুব্রত সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বলরামপুরে ভুয়ো পুষ্টিবিদ পরিচয়ে রোগী দেখার অভিযোগে আরও একজনের ব্যাপারেও খোঁজখবর চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন