এক বেঞ্চে চার জন, প্রশ্নের মুখে পরিকাঠামো

এক বেঞ্চে গাদাগাদি করে পরীক্ষা দিচ্ছেন চারজন ছাত্রছাত্রী। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজে দেখা গেল এমনই ছবি। আর এ নিয়েই ক্ষোভ দেখা দিয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। প্রশ্ন উঠেছে কলেজের পরিকাঠামো নিয়েও।

Advertisement

মেহেদি হেদায়েতুল্লা

ইসলামপুর শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১১:৫৩
Share:

গাদাগাদি: এ ভাবেই চলছে পরীক্ষা। ইসলামপুরে। নিজস্ব চিত্র

এক বেঞ্চে গাদাগাদি করে পরীক্ষা দিচ্ছেন চারজন ছাত্রছাত্রী। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজে দেখা গেল এমনই ছবি। আর এ নিয়েই ক্ষোভ দেখা দিয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। প্রশ্ন উঠেছে কলেজের পরিকাঠামো নিয়েও।

Advertisement

ইসলামপুর কলেজে গত ২ এপ্রিল থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক স্তরের পরীক্ষা শুরু হয়েছে। এই কলেজে স্নাতক স্তরের প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন। মোট তিনটি হাফে নেওয়া হচ্ছে পরীক্ষা। প্রথম হাফ সকাল ৯ টা থেকে ১১ টা, দ্বিতীয় হাফ ১১ থেকে ১ টা এবং তৃতীয় হাফ দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত। পাস কোর্সে ছাত্রী ছাত্রীর সংখ্যা সর্বাধিক। তৃতীয় হাফে নেওয়া হয় পাস কোর্স এর পরীক্ষা।

মঙ্গলবার ছিল রাষ্ট্র বিজ্ঞান। এ দিন প্রায় ৩ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিলেন। কারও আসন বারান্দায় তো কারও আসন অসমাপ্ত নতুন বিল্ডিংয়ে। রয়েছে বেঞ্চের অভাব। অগত্যা এক বেঞ্চে চারজন। আর এই ভাবে পরীক্ষা নিতে নাজেহাল শিক্ষকরাও। পরীক্ষা দিয়ে কয়েকজন ছাত্রছাত্রী বলেন, ‘‘কোনও কোনও দিন মাঠে বা মেঝেতেও বসতে হয়। একেই গরম। তার উপর গাদাগাদি করে পরীক্ষা দেওয়া। আমাদের খুবই অসুবিধা হচ্ছে।’’

Advertisement

ইসলামপুর কলেজ সূত্রে জানা গিয়েছে, কলেজে পরিকাঠামোর অভাব। তাই এই অবস্থা। বাধ্য হয়ে অল্প সংখ্যক শিক্ষক দিয়েই কাজ চালাতে হচ্ছে। কলেজে মাত্র ১৮ জন শিক্ষক। এ ছাড়া কিছু পার্ট টাইম এবং অতিথি শিক্ষকদের দিয়ে কোনও মতে কলেজ চালানো হচ্ছে। যে হারে ছাত্রছাত্রীর চাপ বাড়ছে, আরও একটি কলেজ দরকার, বলে মত তাঁদের। তবেই সমস্যার সমাধান হবে।

এ দিকে ইসলামপুরের শিক্ষাবিদদের প্রশ্ন, এই ভাবে কী করে পরীক্ষা নেওয়া হচ্ছে। এই কলেজের পরিকাঠামো উন্নতির দাবি জানিয়েছেন তাঁরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল বিশ্বাস বলেন, ‘‘সমস্যা হচ্ছে। কিন্তু আমরা অসহায় ।আমরা সমস্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই জানিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন