Malda Incident

স্ত্রীর মাথায় রডের বাড়ি, মালদহে গলা টিপে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, কাঠগড়ায় শ্বশুর-শাশুড়িও

ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার হারিয়ান এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত যুবতীর নাম লিমা খাতুন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৮:২০
Share:

অভিযোগপত্র হাতে মালদহের বধূ লিমা খাতুন। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্ত্রীকে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আরও অভিযোগ, সেই সময় অভিযুক্তকে না-আটকে তাঁর বাবা-মাও ওই মহিলাকে মারধর করেন। তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা।

Advertisement

ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার হারিয়ান এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত যুবতীর নাম লিমা খাতুন। তাঁর বাড়ি চাঁচল থানার মল্লিকপাড়া এলাকায়। বছর পাঁচেক আগে হারিয়ান এলাকা মনসুর আলি নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। অভিযোগ, বিয়ের পর থেকেই নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই ছিল। শুধু মনসুর নন, তাঁর বাবা-মাও লিমার উপর অত্যাচার করতেন বলে অভিযোগ। মানসিক এবং শারীরিক অত্যাচারের শিকার হতেন লিমা।

অভিযোগ, সোমবার সকালে কোনও কারণে মনসুরের সঙ্গে অশান্তি বাঁধে। অশান্তির মধ্যেই লিমাকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন মনসুর। তার পরে একটি লোহার রড দিয়ে স্ত্রীকে পেটাতে থাকেন বলে অভিযোগ। লিমা তাঁর শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছেন। অভিযোগ, গলা টিপে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই যুবতীকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। পরে স্বামী, শ্বশুর, শাশুড়ি— তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন লিমা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement