সংশোধনাগারে বন্দির মৃত্যুতে বিভাগীয় তদন্ত

বন্দিকে মারধর করার অভিযোগে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের ওয়ার্ডেনকে কালিম্পংয়ে বদলি করে ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গত ১০ মে দুখিরাম সূত্রধর নামে এক বিচারাধীন বন্দিকে মারধর করার অভিযোগ ওঠে ওয়ার্ডেনের বিরুদ্ধে। দুখিরাম অসুস্থ হলে তাঁকে সদর হাসপাতালের পুলিশ সেলে ভর্তি করানো হয়। গত ১২ মে ওয়ার্ডেনকে শো-কজ করা হয়।

Advertisement
শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০১:৫৭
Share:

বন্দিকে মারধর করার অভিযোগে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের ওয়ার্ডেনকে কালিম্পংয়ে বদলি করে ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গত ১০ মে দুখিরাম সূত্রধর নামে এক বিচারাধীন বন্দিকে মারধর করার অভিযোগ ওঠে ওয়ার্ডেনের বিরুদ্ধে। দুখিরাম অসুস্থ হলে তাঁকে সদর হাসপাতালের পুলিশ সেলে ভর্তি করানো হয়। গত ১২ মে ওয়ার্ডেনকে শো-কজ করা হয়। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, সন্তোষজনক বক্তব্য না মেলায় অভিযুক্ত ওয়ার্ডেনকে সম্প্রতি বদলি করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। সংশোধনাগারের সুপার রাজীব রঞ্জন বলেন, “বিভাগীয় তদন্ত চলছে।” অভিযুক্ত ওয়ার্ডেন বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকার করেন। সুপার জানান, প্রথমে ওয়ার্ডেনকে শো-কজ করা হয়। কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement