John Barla

না পড়েই অভিযোগপত্রে সই করেছিলাম, জন বার্লা দোষী নন, মন্তব্য সেই নির্যাতিতা তরুণীর

ডুয়ার্সের ওই তরুণী পুলিশের কাছে লিখিত অভিযোগে বানারহাটের এক ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ২২:১৬
Share:

নিজস্ব চিত্র

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে কয়েক দিন আগে প্রতারণার অভিযোগ তুলেছিলেন এক আদিবাসী তরুণী। কিন্তু কয়েক দিনের মধ্যেই সেই অভিযোগ থেকে সরে এলেন তিনি। জানালের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। পুলিশের কাছে করা অভিযোগপত্রে তিনি না পড়েই সই করেছিলেন বলে দাবি করেন ওই তরুণী। তবে বার্লার এক সহযোগী এবং তাঁর প্রাক্তন আপ্তসহায়কের বিরুদ্ধে তোলা অভিযোগ থেকে সরেননি তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, অভিযোগপত্রে নাম থাকা সন্তোষ প্রসাদেরও এই ঘটনায় বিশেষ কোনও ভূমিকা নেই।

Advertisement

এর আগে ডুয়ার্সের ওই তরুণী পুলিশের কাছে লিখিত অভিযোগে বানারহাটের এক ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। একই সঙ্গে তিনি বার্লা ও তাঁর সহযোগীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগও আনেন। তাঁর অভিযোগ ছিল, যৌন নিগ্রহের ঘটনায় তিনি সাহায্য চাইতে জনের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় আর্থিক প্রতারণার শিকার হন। কিন্তু রবিবার রাতে ওই তরুণী দাবি করেন, আর্থিক লেনদেনের সঙ্গে বার্লার কোনও যোগ নেই। তিনি জানান, আর্থিক প্রতারণা করার পাশাপাশি তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন বার্লার প্রাক্তন আপ্তসহায়ক অদীপ ভুজেল এবং তার সহযোগী সঞ্জয় চৌধুরী। ওই তরুণী বলেন, ‘‘স্থানীয় মহিলা সমিতির কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম। থানায় দায়ের হওয়া অভিযোগপত্র তারাই তৈরি করে দিয়েছিল। আমি না পড়েই তাতে সই করেছি।’’ একই সঙ্গে তিনি নিরাপত্তাহীনতার কথা জানিয়ে পুলিশি সুরক্ষাও দাবি করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন