সার্কিট বেঞ্চ পরিদর্শন করলেন আইনমন্ত্রী

পরিকাঠামো নির্মাণের শেষ মুহূর্তের কাজ চলছে সেখানে। সে সব কাজ ঘুরে দেখেন মন্ত্রী। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া, অতিরিক্ত জেলা শাসক সুমেধা প্রধান এবং পূর্ত দফতরের আধিকারিকেরা। আর ছিলেন জলপাইগুড়ি জেলা আদালতের আইনজীবী তথা হাইকোর্ট সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটির আহ্বায়ক কমলকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। অস্থায়ী সার্কিট বেঞ্চ দেখার পরে মন্ত্রী বিচারকদের আবাসন তিস্তা ভবন এবং জুবলি পার্কে ভবনটির কাজও ঘুরে দেখেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৮ ০৩:২১
Share:

পরিদর্শনে: পরিকাঠামো দেখতে জলপাইগুড়িতে মন্ত্রী। নিজস্ব চিত্র

অস্থায়ী সার্কিট বেঞ্চ পরিদর্শন করে গেলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সকাল ১১টা নাগাদ প্রথমে স্টেশন রোডে জেলা পরিষদের ডাকবাংলোতে যান। সেখানেই কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ অস্থায়ী ভাবে চালু হওয়ার কথা। পরিকাঠামো নির্মাণের শেষ মুহূর্তের কাজ চলছে সেখানে। সে সব কাজ ঘুরে দেখেন মন্ত্রী। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া, অতিরিক্ত জেলা শাসক সুমেধা প্রধান এবং পূর্ত দফতরের আধিকারিকেরা। আর ছিলেন জলপাইগুড়ি জেলা আদালতের আইনজীবী তথা হাইকোর্ট সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটির আহ্বায়ক কমলকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। অস্থায়ী সার্কিট বেঞ্চ দেখার পরে মন্ত্রী বিচারকদের আবাসন তিস্তা ভবন এবং জুবলি পার্কে ভবনটির কাজও ঘুরে দেখেন। পরিদর্শনের পরে ফিরে যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ৯৫% কাজ হয়ে গিয়েছে। বাকি কাজ কাল, পরশুর মধ্যে শেষ হয়ে যাবে। তবে অস্থায়ী সার্কিট বেঞ্চ কবে শুরু হওয়ার সম্ভাবনা আছে তা নিয়ে কোনও মন্তব্য এ দিন করেননি আইনমন্ত্রী। তিনি শুধু জানিয়েছেন, ‘‘হবেই এটা নিশ্চিত।’’

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ১৭ অগস্ট উদ্বোধন হবে সার্কিট বেঞ্চের। পরে পরিদর্শনে এসে আইনমন্ত্রীও একই কথা জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি সফরসূচিও পাকা হয়ে গিয়েছিল। এর মধ্যে কলকাতা উচ্চ আদালতে তিনটি মামলা হয় সার্কিট বেঞ্চ চালুর বিরোধিতা করে। তার মধ্যে দু’টি মামলা হয় সিঙ্গল বেঞ্চে। অন্য মামলাটি হয় ডিভিশন বেঞ্চে। আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের করা মামলাটি মুলতবি হয়ে গিয়েছে।

মুখ্যমন্ত্রীর সফরসূচি বাতিল করা হয়। সার্কিট বেঞ্চের ভবিষ্যৎ নিয়ে ফের প্রশ্ন ওঠে। যদিও হাইকোর্টের তরফে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। তবে আজ আইনমন্ত্রীর পরিদর্শন ফের কিছুটা আশা জাগিয়ে তুলেছে সংশ্লিষ্ট মহলে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন