ভুল হয়েছে, মানলেন চন্দন

যিনি রক্ষক তিনিই কি না ভাঙছেন আইন! আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত বিনা হেলমেটে খোদ এক পুলিশ কর্মীকেই মোটর সাইকেল চালানোর ছবিতে দেখে এ দিন রীতিমিত শোরগোল পড়ে যায় জলপাইগুড়ির পুলিশ-প্রশাসনিক মহলে ৷ ওই পুলিশ কর্মী সম্পর্কে সকাল থেকেই খোঁজখবর নিতে শুরু করেন জেলার পুলিশকর্তারাও৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০২:৫৭
Share:

যিনি রক্ষক তিনিই কি না ভাঙছেন আইন! আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত বিনা হেলমেটে খোদ এক পুলিশ কর্মীকেই মোটর সাইকেল চালানোর ছবিতে দেখে এ দিন রীতিমিত শোরগোল পড়ে যায় জলপাইগুড়ির পুলিশ-প্রশাসনিক মহলে ৷ ওই পুলিশ কর্মী সম্পর্কে সকাল থেকেই খোঁজখবর নিতে শুরু করেন জেলার পুলিশকর্তারাও৷

Advertisement

পুলিশ সূত্রের খবর, ওই পুলিশ কর্মীর নাম চন্দন রায় ৷ রাজ্য সশস্ত্র পুলিশের কনস্টেবল তিনি ৷ বর্তমানে জলপাইগুড়ির ডেপুটি পুলিশ সুপার (ক্রাইম)–এর রক্ষীর দায়িত্বে রয়েছেন৷ তিনি এ দিন জানান, ‘‘মোটরবাইক চালালে আমি সব সময়ই হেলমেট পরি৷ সে জন্য হেলমেটটাও আমার বাইকেই থাকে ৷ কিন্তু সোমবার ডিউটির মাঝে খাওয়ার জন্য হাতে সময় খুবই কম ছিল৷ তড়িঘড়ি বাইক নিয়ে ছুটেছিলাম টিফিন কৌটোটা আনতে৷ তাড়া থাকায় হেলমেটটা আর পরা হয়নি।’’ তবে একই সঙ্গে তিনি মানলেন, ‘‘যতই তাড়াহুড়ো থাকুক, হেলমেটটা আমার পরা উচিত ছিল৷’’

এর জন্য এর পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জবাব চাইতে পারেন। তা জানেন চন্দনবাবু। বললেন, ‘‘ভুলটা মেনে নিয়ে ওঁদের বলব, আগামী দিনে এমন ভুল আর হবে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন