Rail

রাজ্যের এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকবে সাত ঘণ্টারও বেশি, জেনে নিন রওনা দেওয়ার আগে

আগামী রবিবার অর্থাৎ ১২ মার্চ সকাল ১০টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ট্রাফিক এবং পাওয়ার বন্ধ থাকবে ওই রুটে। স্বাভাবিক ভাবেই ওই রুটে ব্যাহত হবে ট্রেন চলাচল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৩:০৮
Share:

মালদহ ডিভিশনে রেল চলাচল ব্যাহত হবে রবিবার। — ফাইল চিত্র।

মালদহ রেল ডিভিশনে প্রায় সাড়ে ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে রবিবার। মালদহ রেল ডিভিশনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এ কথা জানিয়ে। ফরাক্কা স্টেশনের কাছে রেললাইন সম্প্রসারণের কাজ চলছে। তার জেরে ট্রাফিক এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে ওই লাইনে।

Advertisement

আগামী রবিবার অর্থাৎ ১২ মার্চ সকাল ১০টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ট্রাফিক এবং পাওয়ার বন্ধ থাকবে ওই রুটে। স্বাভাবিক ভাবেই ওই রুটে ব্যাহত হবে ট্রেন চলাচল। রেললাইনের কাজের জন্য বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়ার সম্ভাবনা রয়েছে। রেলের পক্ষ থেকে সেই সমস্ত ট্রেনের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে রেল।

• রবিবার আপ শিয়ালদহ-শিলচর এক্সপ্রেস ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে।

Advertisement

• ১১ মার্চ অর্থাৎ শনিবার আপ পুরী কামাখ্যা এক্সপ্রেস ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে।

• ১১ মার্চ অর্থাৎ শনিবার ডাউন আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে ছাড়বে।

• রবিবার হলদিবাড়ি–কলকাতা এক্সপ্রেস ৪ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে।

• রবিবার মালদহ টাউন–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছাড়বে।

• আপ হাওড়া–রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে।

• বেঙ্গালুরু–গুয়াহাটি এক্সপ্রেসের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে।

• রবিবার ডাউন মালদহ টাউন–নবদ্বীপ ধাম এক্সপ্রেসের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন