থাকবে বাহিনী

ভোটগ্রহণ পর্ব চুকতেই গণনার প্রস্তুতিতে নেমে পড়েছে পাহাড়ের দুই প্রধান প্রতিপক্ষ। ফল প্রকাশ না হওয়া পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চালানোর বার্তা দিচ্ছে উভয়পক্ষই। ফলে, পাহাড়বাসীদের মধ্যেও এখন রুদ্ধশ্বাস উত্তেজনা।

Advertisement

কিশোর সাহা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ০৩:৩৭
Share:

পরিদর্শন: পাহাড়ে অরূপ বিশ্বাস। নিজস্ব চিত্র

ভোটগ্রহণ পর্ব চুকতেই গণনার প্রস্তুতিতে নেমে পড়েছে পাহাড়ের দুই প্রধান প্রতিপক্ষ। ফল প্রকাশ না হওয়া পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চালানোর বার্তা দিচ্ছে উভয়পক্ষই। ফলে, পাহাড়বাসীদের মধ্যেও এখন রুদ্ধশ্বাস উত্তেজনা। শরম তামাঙ্গ, নিধি ভুটিয়া, শর্মিলা ছেত্রীর মতো কলেজ পড়ুয়ারা বললেন, ‘‘এর আগে একবার ভোট দিয়েছি। কিন্তু, বুথ থেকে বেরিয়েই বুঝে গিয়েছি কে জিতবে। এ বার বেশ টানটান ব্যাপার। ভালই তো।’’

Advertisement

ভোটপর্বের দিকে নজর রয়েছে পর্যটন মহলেরও। কারণ, সমতলে প্রবল গরমের হাত থেকে রেহাই পেতে ফের পর্যটকের ভিড়ে জমজমাট দার্জিলিঙের বিস্তীর্ণ এলাকা। কালিম্পং, কার্শিয়াং, মিরিকেও বেশ ভিড়। ভোটগ্রহণ পর্ব নির্বিঘ্নে চুকেছে। এখন ভোটগণনার পরে সব কিছু শান্ত না থাকলে সমস্যা হবে বলে শঙ্কিত অনেকেই। পুলিশ কর্তারা অনেকেই অবশ্য জানিয়েছেন, গণনা পর্বের সময়ে তো বটেই, তা হয়ে যাওয়ার পরেও পাহাড়ে কেন্দ্রীয় বাহিনী টহলদারি চালাবে।

সোমবার সকাল থেকে দুই শিবিরেই ছিল গণনা বিষয়ক নানা প্রস্তুতির ছবি। তৃণমূলের পাহাড়ের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস সকাল থেকে দুপুর অবধি একটি বেসরকারি হোটেলে দলের নেতা-কর্মীদের নিয়ে কয়েক দফায় বৈঠক করেছেন। পরে বিকেলেও ওই হোটেলেই পাহাড়ের দলের নেতা-কর্মীদের নিয়ে ভোটগণনা প্রক্রিয়ায় কী ভাবে অংশ নিতে হয়, তা বুঝিয়েছেন তৃণমূলের ‘ভোট অভিজ্ঞ’ নেতারা। সূত্রের খবর, শিলিগুড়িতে দলের পাহাড়ের নেতা-কর্মীদের দুদিন ধরে গণনা প্রক্রিয়ায় প্রার্থী ও তাঁর প্রতিনিধিকে কী ভূমিকা নিতে হয়, তা হাতে-কলমে বোঝানো হয়েছে। আজ, মঙ্গলবার বিকেল থেকে রাত অবধি তা নিয়ে পাহাড়ের চার পুর এলাকার দলীয় অফিসেও প্রার্থী ও তাঁর এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে দলের কয়েকজন জানান। তৃণমূলের এক শীর্ষ নেতা জানান, তাঁদের প্রার্থীদের অনেকেই কোনও দিন ভোটগণনায় অংশ নেননি। ফলে, সেখানে কী করতে হয়, তা নিয়ে ধারণাই নেই।

Advertisement

পাহাড়ের জিটিএ-এর শাসক দল গোর্খা জনমুক্তি মোর্চাও জোরকদমে গণনার প্রস্তুতিতে নেমেছে। এ দিন মোর্চার সহ সভাপতি বিনয় তামাঙ্গ, সাধারণ সম্পাদক রোশন গিরিরা দিনভর চার পুরসভার ৮৪টি আসনের প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের কাছে বার্তা পাঠিয়ে সতর্ক করেছেন। মোর্চার সহকারী সাধারণ সম্পাদক বিনয় তামাঙ্গের কথায়, ‘‘আমাদের প্রার্থী-কর্মীরা যথেষ্ট অভিজ্ঞ। তবুও আত্মসন্তুষ্টির অবকাশ নেই। কারণ, ভোটের শুরু থেকে নানা ধরনের অপচেষ্টা চলছে। সে জন্য সকলকে সতর্ক করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন